• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহামারীকালে বিনোদন হাতের মুঠোয় তুলেতে আস্ত ওটিটি প্লাটফর্ম খুলেলেন পরিচালক রাম গোপাল বার্মা

গতবছর মার্চ মাস থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করে চলেছে গোটা পৃথিবী। ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন কে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বহু দেশ। ভারতবর্ষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। লকডাউন এর জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন এমনকি টলিউড থেকে বলিউড অভিনয় জগতের ক্ষেত্রেও সময় টা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

গত বছর থেকে এ পর্যন্ত বহু ছবির রিলিজ পিছিয়েছে আবার অনেক ছবির কাজ আটকে রয়েছে। তবে নতুন প্রজন্মের নতুন বিনোদনের মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) এর জেরে কিছুটা স্বস্তি মিলেছে অভিনয় জগতে। সম্প্রতি বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বহুপ্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’ রিলিজ হয়েছে ওটিটি প্লাটফর্মে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্মে রিলিজ হয়েছে যেমন কুলি নাম্বার ওয়ান, আংরেজি মিডিয়াম, দিল বেচারা ইত্যাদি। অর্থাৎ প্রতিটি প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা যেমন বেড়ে চলেছে তেমনি অভিনয় জগতের ক্ষেত্রেও একটা নতুন রাস্তা খুলে দিয়েছে এই ওটিটি প্লাটফর্ম।

   

Ram Gopal Varma Spart OTT D Company

বলিউডের বিখ্যাত পরিচালক রাম গোপাল বার্মা (Ram Gopal Varma)। এরইমধ্যে একটি বিশেষ কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন পরিচালক। তার মতে অদূর ভবিষ্যতে বেশিরভাগ ছবিই রিলিজ হবে ওটিটি প্লাটফর্মে। তাই এবার নিজেই আস্ত একটা ওটিপি প্লাটফর্ম চালু করে ফেললেন পরিচালক। অর্থাৎ বিনোদন এবার শুধুমাত্র সিনেমা হল এই সীমাবদ্ধ নয় একেবারে হাতের মুঠোয় পৌঁছে যাবে লেটেস্ট সিনেমা থেকে শুরু করে সমস্ত কিছু। নতুন এই ওটিটি প্লাটফর্ম এর নাম হলো ‘স্পার্ক ওটিটি (Spark OTT)’।

Ram Gopal Varma Spart OTT D Company

রাম গোপাল বার্মার নিজের ছবি ‘ডি কোম্পানি (D Company)’ দিয়েই পথ চলা শুরু হল স্পার্ক ওটিটির। ছবিতে অশ্বথ কান্থ থেকে শুরু করে প্রণয় দীক্ষিত, নয়না গঙ্গোপাধ্যায়দের মত অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। ছবির মূল কাহিনী হল আশির দশকের মুম্বাইয়ের এক সামান্য গলিতে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) নেতৃত্বে তৈরী হয়ে ওঠা গ্যাংকে ভিত্তি করে। ছবিটির মাধ্যমে ভারতের আন্ডারওয়ার্ল্ডের বৃহত্তম একটি অধ্যায় মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন পরিচালক।

Ram Gopal Varma Spart OTT D Company

ওটিটি প্লাটফর্ম নিয়ে বেশ কিছু বির্তক রয়েছে। কারোর মতে নতুন প্লাটফর্মের ফলে অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ পাচ্ছেন যারা বলিউডে কাজ পেতেন না। অন্যদিকে নতুন অনেক দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীদের পাচ্ছে দর্শকেরা। তেমনি আবার অনেকের মতে ওটিটি প্লাটফর্মের কারণে সিনেমাহল মালিকদের ক্ষতি হবে অনেক। তবে র্যাম গোপাল বার্মা কিন্তু ওটিটিকে ভালো হিসাবেই দেখছেন। তার মতে ওটিটি প্লাটফর্মে কাজ করলে অনেক বাজে খরচ বেঁচে যায় যেটা ছবির বাজেটে অ্যাড করে দেওয়া যায়।

এছাড়াও তিনি আরো বলেন, ‘সিনেমাহলে টিকিট কেটে ছবি দেখতে গিয়ে যদি কোনো কারণে বেরিয়ে যেতে হয় সেক্ষেত্রে সিনেমার টিকিটের টাকাটা নষ্ট হয়ে যায় যেটা গায়ে লাগে। আর যদি সিনেমা ভালো না হয় তাহলে সময় নষ্ট। সেখানে ওটিটি এই দুই সমস্যার সমাধান করে দেয়। ছবি যখন খুশি দেখুন আপনার ইচ্ছামত আর পছন্দ না হলে কিছুক্ষন দেখেই বন্ধ করে দিন।

site