• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে হয়েও কী করে পারছে! ‘যৌন হেনস্থাকারী’ ভাই সাজিদকে সমর্থন করায় নেটিজেনদের তোপের মুখে ফারহা

Published on:

Farah Khan,Sajid Khan,Farah Khan Sajid Khan,Farah Khan on Sajid Khan,Sajid Khan MeToo controversy,ফারহা খান,সাজিদ খান,ফারহা খান সাজিদ খান,Sajid Khan Bigg Boss,Bigg Boss,বিগ বস,সাজিদ খান বিগ বস,বলিউড,বিনোদন,Bollywood,entertainment

‘বিগ বস’এর (Bigg Boss) ঘরে যাওয়ার পর থেকে সাজিদ খানের (Sajid Khan) পুরনো ‘মিটু’ বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বেশ কয়েক বছর আগে সাজিদের বিরুদ্ধে প্রায় ১০ জন মডেল-অভিনেত্রী যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন। প্রকাশ্যেই এই নামী বলিউড (Bollywood) পরিচালকের ‘পর্দা ফাঁস’ করেছিলেন মন্দনা করিমি, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রীরা। কিন্তু এত কিছুর পরেও ভাইয়ের পাশেই দাঁড়াচ্ছেন দিদি ফারহা (Farah Khan)!

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’এর ১৬তম সিজনে প্রতিযোগী হিসেবে গিয়েছেন সাজিদ। শোয়ের প্রথম দিনই বলি পরিচালক বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে সবই নাকি ‘মিথ্যে’। আর তিনি একথা প্রমাণ করার জন্যই ‘বিগ বস’এর মঞ্চকে বেছে নিয়েছেন। এরপর থেকে সাধারণ দর্শক থেকে শুরু করে একাধিক তারকা, ‘বিগ বস’ এবং সাজিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

Sajid Khan

তবে এবার সাজিদের ‘বিগ বস’এ অংশগ্রহণ করা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, দিদি ফারহা সুযোগ করে দেওয়াতেই জনপ্রিয় রিয়্যালিটি শো’য়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন সাজিদ।

ইন্ডাস্ট্রির অন্দরের সূত্র মারফৎ সাজিদের ‘বিগ বস’এ অংশগ্রহণ নিয়ে একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, দীর্ঘদিনের বান্ধবী ফারহার অনুরোধ করার জন্যই নাকি সলমন বাধ্য হয়ে সাজিদকে শো’য়ে নিয়েছেন। আর একথা প্রকাশ্যে আসার পর থেকেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ।

Sajid Khan and Farah Khan

প্রসঙ্গত, ২০১৮ সালে যখন একাধিক মডেল-অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনছিলেন তখন নিজের ভাই হওয়া সত্ত্বেও তাঁকে সমর্থন করেননি ফারহা। টুইটারে লিখেছিলেন, ‘এই সময়টা আমার পরিবারের জন্য খুবই কঠিন। তবে যদি আমার ভাই সত্যিই এমন কিছু করে থাকে তাহলে ওঁর যেটা প্রাপ্য ও সেটা পাবে। আমি এই ধরণের ব্যবহারকে কোনোভাবেই সমর্থন করি না। এই ধরণের ব্যবহার যারা পেয়েছেন আমি তাঁদের সকলের পাশে রয়েছি’।

সেই সময় ফারহার এই ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। যেভাবে নিজের ভাইকে সমর্থন না করে নিপীড়িত মেয়েদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি তার তারিফ করেছিলেন প্রত্যেকে। কিন্তু সেই ফারহাই এখন ভাইকে ফের কাজ পাইয়ে দেওয়ার জন্য যা করেছেন, তা শোনার পর চটে গিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥