• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পৃথিবীর সেরা স্বামী! বউ ক্যাটরিনার জন্মদিনে বিরাট সারপ্রাইজ দিলেন ভিকি কৌশল

Published on:

Katrina Kaif,Vicky Kaushal,Birthday,Couple,Bollywood,Video,Viral,Entertainment,ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল,জন্মদিন,জুটি,বলিউড,ভিডিও,ভাইরাল,বিনোদন,Katrina Kaif birthday,Katrina Kaif Vicky Kaushal,ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফের জন্মদিন

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ বলা হয় ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। স্বামী এবং স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির নাম করা তারকা। কর্মক্ষেত্রে দু’জনেই ভীষণ সফল। তবে শুধু কাজের দিক থেকেই নয়, ব্যক্তিগত জীবনের নিরিখেও কিন্তু ‘ভিক্যাট’ সেরা। অনুরাগীদের মতে, তাঁরা হলেন বি টাউনের ‘পাওয়ার কাপল’। সম্প্রতি ফের একবার সেকথা প্রমাণ করে দিলেন তাঁরা।

ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। বহুবার নানান কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তাঁরা। তবে এবার ব্যাপারটা খানিক অন্য। গত বেশ কয়েক মাস ধরে ডিভোর্সের গুঞ্জনের জন্য সংবাদমাধ্যমের পাতায় স্থান করে নিয়েছিলেন এই তারকাজুটি। তবে এবার ফের নিজেদের মাখো মাখো প্রেমের সৌজন্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন দু’জনে।

Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif birthday

শনিবার অর্থাৎ আজ ক্যাটরিনার ৪০তম জন্মদিন (Katrina Kaif Birthday)। স্ত্রীয়ের জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে কোনও প্রকারের খামতি রাখতে চান না ভিকি। সেই জন্য জন্মদিনের ঠিক আগেই ক্যাটরিনাকে নিয়ে ঘুরতে চলে গেলেন তিনি। গতকাল মুম্বইয়ের এক নামী পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন ভিকি এবং ক্যাটরিনা। ভাইরাল (Viral) হওয়া সেই ভিডিওয় (Video) দেখা যাচ্ছে, হাতে হাত রেখে বিমানবন্দরের প্রবেশপথের দিকে হাঁটছেন দু’জনে। টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার আগে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় দু’জনকে। হাত নাড়িয়ে সকলকে ভালোবাসা জানান মিসেস কৌশল।

Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif birthday

‘ভিক্যাট’ জুটির এই ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফ সত্যিই সুন্দরী’। দ্বিতীয় জনের আবার মত, ‘ও যতখানি সুন্দরী, ভিকি আবার ততখানিই হট’। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হিট ভিকি-ক্যাটের এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)


প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি এবং ক্যাটরিনা। বিয়ের আগে বেশ কয়েক বছর প্রেমও করেছিলেন দু’জনে। এরপর আচমকা সবাইকে সারপ্রাইজ দিয়ে গাঁটছড়া বাঁধেন ‘ভিক্যাট’ জুটি। এখন স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দেওরকে নিয়ে সুখে সংসার করছেন বলিউডের ‘চিকনি চামেলী’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥