• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হলেন বিপাশা বসু! সদ্যোজাতকে কোলে নিয়ে তারকা জুটির ছবি দেখে শুভেচ্ছা জানালেন নেটিজেনরা

Published on:

Bollywood couple Bipasha Basu and Karan Singh Grover holding a newborn picture goes viral

বলিউডের (Bollywood) জনপ্রিয় তারকা জুটির মধ্যে একটি হল বিপাশা বসু (Bipasha Basu) এবং করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) জুটি। কয়েক মাস আগে বি টাউনের ‘মাঙ্কি কাপল’ জানিয়েছিলেন তাঁদের ঘরে আসতে চলেছে খুদে সদস্য। অবশেষে চলেই এল সেই সুদিন!

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতকে কোলে নিয়ে বিপাশা এবং করণের ছবি তুমুল ভাইরাল হয়েছে। এরপর থেকেই তারকা জুটিকে একের পর এক শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। ‘নতুন মা-বাবা’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।

Bipasha Basu and Karan Singh Grover

সদ্যোজাতকে কোলে নিয়ে করণ এবং বিপাশার যে ছবি ভাইরাল হয়েছে তা দেখে মুগ্ধ হয়েছে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, খুদেকে পরম যত্নে কোলে নিয়ে বসে রয়েছেন বলি অভিনেতা। পাশে বসে খুদের দিকে মাতৃ স্নেহে তাকিয়ে রয়েছেন বঙ্গ তনয়া বিপাশা।

গত আগস্ট মাসে প্রেগন্যান্সির সুখবর দেওয়ার পর থেকে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছিলেন করণ এবং বিপাশা। তাঁদের সন্তানকে দেখার জন্য মুখিয়ে ছিলেন প্রত্যেকে। অবশেষে খুদের এক ঝলক দেখতে পেয়ে বেশ ভালোলেগেছে তাঁদের।

Karan Bipasha with a baby

তবে করণ এবং বিপাশার সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করে দেখা গিয়েছে সন্তানের জন্ম নিয়ে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা তাঁরা করেননি। এরপর আরও একটু ঘাঁটাঘাঁটি করে দেখা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি এখনকার নয়, বরং ২০১৯ সালের। সেই সময় এই খুদেকে কোলে নিয়ে তাঁর এবং বিপাশার ছবি শেয়ার করেছিলেন করণ। তাই এই ছবি করণ এবং বিপাশার সন্তানের নয়।

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় হবু মা বিপাশা সন্তান আগমনের আগের ‘প্রস্তুতি’ নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, এখন থেকেই সন্তানের জন্য সব কিছু গোছানো শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, একটি এক্সেল শিটে সব কিছু লিখেও রাখছেন তিনি। পাশাপাশি খুদের জন্য নিজেদের বাড়িতে একটি ‘বেবি জোন’ও তৈরি করে ফেলেছেন বি টাউনের এই তারকা জুটি। আপাতত খুদে সদস্য আসার অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥