বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন বিপাশা বসু (Bipasha Basu) এবং করণ সিং গ্রোভার (Karan Singh Grover)। তাঁদের মধ্যেকার ভালোবাসা দেখার মতো। সবসময় একে অপরকে আগলে রাখেন তাঁরা। ৬ মাস আগে করণ-বিপাশার ঘর আলো করে এসেছে তাঁদের কন্যা দেবী (Devi Basu Singh Grover)। এখন মেয়েকে ঘিরেই আবর্তিত হয় তারকাজুটির জীবন।
গত বছর নভেম্বর মাসে করণ-বিপাশার মেয়ে দেবীর জন্ম হয়েছে। দেখতে দেখতে ৬ মাস বয়স হয়ে গিয়েছে খুদের। প্রথম প্রথম একরত্তিকে ক্যামেরার থেকে আড়াল করে রাখছিলেন মিস্টার অ্যান্ড মিসেস গ্রোভার। তবে একদিন নিজেরাই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেন তাঁরা। এরপর থেকে প্রায়ই পুঁচকের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করে থাকেন ‘অ্যালোন’ খ্যাত এই দুই তারকা।
৬ মাসের মেয়েকে নিয়েই এখন সময় কাটছে করণ-বিপাশার। এইটুকু বয়স থেকেই মেয়ের ভালো-মন্দের দিকে কড়া নজর থাকে তাঁদের। মেয়ের যাতে কোনও কিছুতে অসুবিধা না হয় সব সময় তাঁরা সেই খেয়াল রাখেন। এবার যেমন মেয়ের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একটি বিলাসবহুল গাড়ি (Car) কিনেছেন তাঁরা।
মেয়ের ৬ মাসের মাথাতেই একটি লাক্সারি গাড়ি কিনে অনুরাগীদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিয়েছেন বিপাশা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ভিডিও। সেই ভিডিওয় ছোট্ট দেবীকে দেখা না গেলেও করণ এবং বিপাশাকে দেখা গিয়েছে।
নতুন বিলাসবহুল অডি গাড়ির ভিডিও শেয়ার করে বিপাশা ক্যাপশনে লিখেছেন, দেবীর জন্য এই গাড়িটি কেনা হয়েছে। এই সুখবর দেওয়ার সঙ্গেই মা দুর্গাকেও স্মরণ করেছেন বঙ্গ তনয়া। জানা গিয়েছে, মাত্র ৬ মাস বয়স হলেও এখন থেকেই গাড়ি চড়তে প্রচণ্ড ভালোবাসে দেবী। সেই জন্য এই গাড়িতে একটি বেবি সিট রেখেছেন তারকা দম্পতি। ইতিমধ্যেই মা-বাবার সঙ্গে এই গাড়িতে চড়ে ঘুরে এসেছে সে।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘অ্যালোন’ ছবির শ্যুটিং করতে গিয়ে প্রথম আলাপ হয় করণ-বিপাশার। অল্প সময়ের মধ্যেই সেই পরিচয় ভালোবাসার আকার নেয়। দু’বছর প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের ৬ বছর পর তারকাজুটির ঘর আলো করে আসে তাঁদের মেয়ে দেবী।