• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক যেন জেরক্স কপি! দেখে নিন বলিউডের এমন কিছু তারকাদের ছবি যাদের ভাইবোনদেরও হুবুহু একই দেখতে

Published on:

হিন্দি টেলিভিশন এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু সফল তারকা রয়েছেন যাদের ভাইবোনদেরও তাদের মতোই অবিকল একই দেখতে। অথচ তারা প্রত্যেকেই পৃথক ও স্বতন্ত্রভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। একই ছবিতে পাশাপাশি তাদের দেখলে আপনি অবাক হতে বাধ্য।
দেখে নিন ছবি।

অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর

তাদের দুজনের বয়সই আলাদা।তবে একটু পুরোনো দিনে ফিরে গেলেই দেখা যাবে দুজনের মধ্যে কী অস্বাভাবিক মিল। মুখের গড়নে হালকা তফাৎ বাদে তাদের চুল থেকে শুরু করে শারিরীক গঠন সবই এক।

শিল্পা শেঠি এবং শমিতা শেঠি

শিল্পা এবং শমিতা শেঠি এই দুইবোন হ’ল সর্বকালের হিট লুকালাইক সিস্টার। কেবল তাদের একই স্কিন টোন এবং ফিগারই নয় তাদের মুখের বৈশিষ্ট্যগুলিও অবিকল একই রকম।

শক্তি ও মুক্তি মোহন

শক্তি এবং মুক্তি বিনোদন জগতের দুটি অত্যন্ত জনপ্রিয় নাম। তাদের বহুমুখী প্রতিভা বারংবার প্রমাণ করেছে তারা কেবল যমজ সন্তানের মতো দেখতেই নয় রূপে গুনেও তারা একে অপরের সমকক্ষ ।

ভারতী এবং পিঙ্কি সিংহ

বিখ্যাত টিভি কমিক এবং হোস্ট, ভারতী এবং তার বোন, পিঙ্কি একে অপরের মিরর ইমেজ। কিন্তু তারা যমজ নন এ কথা যেন বিশ্বাসই হতে চায়না।

অনুপম ও রাজু খের

বিশিষ্ট অভিনেতা অনুপম ও রাজু এখন অনেক দিন ধরেই অভিনয়ের জগতে রয়েছেন। তাদের অভিন্ন চেহারা এবং অভিনয়ের দক্ষতাই প্রমাণ করে যে তারা একই জিনের বাহক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥