• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়িভাড়ার দামে কেনা যাবে আস্ত ফ্ল্যাট! মুম্বইতে এই ৮ বলি তারকা থাকার খরচ বছরে এত কোটি

Updated on:

Bollywood celebs who lives in rented flats

বলিউড তারকা মানেই তাঁর থাকবে অগাধ সম্পত্তি, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি- বি টাউনের সেলেবদের সম্বন্ধে প্রায় প্রত্যেক অনুরাগীরই এমন বদ্ধমূল ধারণা রয়েছে। তবে সবসময় কিন্তু এমনটা হয় না। বলিউডেই এমন বহু সেলেব (Bollywood celebrities) রয়েছেন, যারা এখনও ভাড়া বাড়িতে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য প্রয়োজনে নয়, বরং শখে ভাড়া বাড়িতে (Rented flats) থাকেন বলি সেলেবরা। আর সেই জন্য তাঁদের প্রত্যেক মাসে দিতে হয় মোটা টাকা ভাড়াও। সেই অঙ্কটা এতটাই বিপুল যে তা দিয়ে আস্ত একটা ফ্ল্যাটও কিনে ফেলা সম্ভব।

আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)- মুম্বইয়ে আয়ুষ্মানের নিজস্ব বাড়ি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অন্ধেরির উইন্ডসর গ্র্যান্দে ৪০০০ বর্গফুটের একটি ফ্ল্যাটভাড়া নিয়ে সেখানে স্ত্রী পুত্রের সঙ্গে থাকেন তিনি। অভিনেতার স্ত্রী তাহিরা কাশ্যপের স্ত্রী তানিশা ভাটিয়া এই ফ্ল্যাটের অন্দরসজ্জা করেছিলেন। এই বিলাসবহুল ফ্ল্যাটে থাকার জন্য প্রত্যেক মাসে সওয়া পাঁচ লক্ষ টাকা ভাড়া দেন ‘ভিকি ডোনর’, ‘ড্রিম গার্ল’, ‘আর্টিকেল ১৫’ খ্যাত অভিনেতা।

Ayushmann Khurrana

জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)- বলিউডের নামী অভিনেত্রীর জ্যাকলিন মুম্বইয়ের জুহু বিচের কাছে একটি ডুপ্লে এবং শ্রীলঙ্কায় একটি ব-দ্বীপ কিনেছেন। এছাড়াও অভিনেত্রী ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার থেকে ৩ বছরের জন্য একটি ফ্ল্যাট লিজে নিয়েছেন। সেই জন্য প্রত্যেক মাসে পৌনে সাত লক্ষ টাকা ভাড়া দিতে হয় অভিনেত্রীকে।

Jacqueline Fernandez

ঋত্বিক রোশন (Hrithik Roshan)- সম্প্রতি অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার প্রতিবেশী হয়ে এসেছেন ঋত্বিক। জুহু বিচের সামনে একটি বিলাসবহুল পেন্টহাউস ভাড়া নিয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, বলিউডের ‘গ্রিক গড’ আগে যেখানে থাকতেন, সেই তা শীঘ্রই নতুন করে তৈরি করা শুরু হবে। আরও বেশি জায়গা নিয়ে থাকতে চান বলে পাশের তিনটি ফ্ল্যাটও কিনেছেন অভিনেতা। আর সেই কারণেই এখন মাসিক সাড়ে আট লক্ষ টাকা ভাড়া দিয়ে ভাড়া বাড়িতে উঠেছেন রাকেশ রোশনের পুত্র।

Hrithik Roshan

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone)- সম্প্রতি ১১৯ কোটি টাকা দিয়ে মুম্বইয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছে এই তারকা জুটি। এছাড়াও সম্প্রতি নিজেদের আলিবাগের বাড়িতে গৃহপ্রবেশও সেরেছেন ‘দীপবীর’। এছাড়াও বিউমন্ড টাওয়ারসে দীপিকার একটি ফ্ল্যাট রয়েছে। সেই একই বিল্ডিংয়ে রণবীরও ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেই ফ্ল্যাটের ভাড়া হিসেবে অভিনেতাকে মাসিক সওয়া সাত লক্ষ টাকা দিতে হয়।

Ranveer Singh and Deepika Padukone

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif)- গত বছর ডিসেম্বর মাসে সাত পাক ঘুরেছেন বি টাউনের এই তারকা জুটি। সম্প্রতি ‘ভিকট্রিনা’ জুটি মুম্বইয়ের রাজমহল বিল্ডিংয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটে নিজেদের সংসার পেতেছেন। সেই ফ্ল্যাটের প্রত্যেক মাসের ভাড় সাড়ে আট লক্ষ টাকা।

Vicky Kaushal and Katrina Kaif

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- তালিকার সর্বশেষ নামটি হল গত কয়েক দশক ধরে বলিউডের রাজত্ব করে চলা অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। সম্প্রতি অভিনেত্রী মুম্বইয়ের বোরলি এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে স্বামী শ্রীরাম নেনের সঙ্গে থাকা শুরু করেছেন।

Madhuri Dixit

সেই ফ্ল্যাটে থাকার জন্য মোটা টাকা ভাড়াও দিতে হয় অভিনেত্রীকে। জানা গিয়েছে, বোরলি এলাকায় এই ফ্ল্যাটে থাকার জন্য মাধুরীকে মাসিক সাড়ে ১২ লাখ টাকা ভাড়া দিতে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥