• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিচা চাড্ডা! হবু বরে আলী ফজলের সঙ্গে জমিয়ে চলছে প্ল্যান-প্রোগ্রাম

Richa Chadha Ali Fazal

‘গ্যাংস্টার অফ ওয়াসেপুর’ খ্যাত বলিউড (Bollywood)-অভিনেত্রী রিচা চাড্ডার (Richa Chadha) বিবাহ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল গত বছরের শুরু থেকেই। অবশেষে আলী ফজলের (Ali Fazal) সাথে রিচার প্রেম ও বিয়ে হওয়ার কথা তাঁদের এক মুখপাত্র জানালেও, করোনার কবলে পিছিয়ে যায় সবকিছুই। এরই মাঝে গত জুন মাসে আলীর মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন বলি-অভিনেতা, স্বাভাবিকভাবেই পিছিয়ে যায় সবকিছুই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন যে প্রথমে নাকি প্রেমপ্রস্তাব দেওয়ার পর টানা ১০মিনিট ঘুমিয়েছিলেন আলী! আর তাতেই অবাক রিচা। যদিও তিনি আরও জানিয়েছেন যে বাধ্য হয়ে শেষে প্রস্তাবটা রিচাকেই দিতে হয়! জানা যায়, রিচা আলীকে প্রেমপ্রস্তাব দেওয়ার পর নাকি পাক্কা তিনমাস সময় নেন আলী! আর এরপরেই শুরু হয় রিচা-আলীর সোশ্যাল মিডিয়া কাঁপানো! নেটিজেনদের কাছের ‘পারফেক্ট কাপল’ নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন একসাথে আর সেইসব আদুরে ছবিই অত্যন্ত পছন্দ হয়েছে প্রত্যেক নেট-দুনিয়ার বাসিন্দারই। এরই মাঝে বিয়ের প্রদঙ্গে এক সাক্ষাৎকারে রিচা চাড্ডা জানিয়েছেন, “দেখলেন তো, আগেরবারে সব ছকে রাখার জন্য কিভাবে সব বানচাল হয়ে গেল! এবারে তাই আর কোনো প্ল্যানই করিনি।”

Ali Fazal Richa Chadha

এর আগেই রিচা ও আলীর প্রোডাকশন হাউসের সম্পর্কে গুজব রটেছিল, কিন্তু সেই রটনাকে সত্যি করলেন এই যুগল। তাঁরা জানালেন যে রিচার লেখনী ক্ষমতা ও আলীর আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সুবাদে তাঁরা সহজেই একটি প্রোডাকশন হাউস শুরু করতে পারেন। যদিও হাউসের নাম বা সরকারি সই-সাবুদ সংক্রান্ত ঝক্কি পোয়াতে নারাজ তাঁরা, খবর এমনটাই।

Ali Fazal Richa Chadha

ভ্রমণের প্রসঙ্গে রিচা হোক বা আলী, একইরকম পিপাসু দু’জনেই। রিচার বক্তব্য, “মহামারীর মাঝে সবরকমের নিয়ম মেনে বাড়িতে থেকেছি। যদিও এইসময়টা খুবই কষ্টকর আমাদের মত ভ্রমণপিপাসুদের কাছে। কিন্তু বাইরে বেরোলেও এত নিয়ম মেনে বা এত ফর্ম ভরে উড়ানে উঠতে আর ভালো লাগে না।” বলিসূত্রের খবর, রিচার ‘শাকিলা’ নাকি সারা ভারতেই চলছে রমরমিয়ে। যদিও এই ছবিকে বিদ্যা বালনের ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল বলেও দাগিয়েছেন অনেকে। পাশাপাশি ফুকরে ৩, ম্যাডাম চিফ মিনিস্টার এবং ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’-এর আগামী অধ্যায়ে দেখা যাবে আলীকে। এছাড়াও গ্যাল গ্যাডট ও জনি ওয়াকার-এর সাথে কিছু হলিউডি ছবিতেও কাজ করছেন আলী!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥