• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুমু খাব না, ইচ্ছামত ছুটি নেব! কোটি টাকা পারিশ্রমিক নিয়েও ফরমাইসের অন্ত নেই এই ৯ বলি তারকার

Updated on:

Bollywood Superstars Demand before signing new films

বলিউড তারকাদের (Bollywood celebs) নানান রকমের অদ্ভুত চাহিদার কথা আমরা প্রায়ই শুনে থাকি। কখনও কখনও তাঁদের দাবিদাওয়া মাত্রা ছাড়িয়ে যায়। এই বলিপাড়াতেই এমন বহু তারকা রয়েছেন, যারা ছবি সই করার আগেও বেশ কিছু অদ্ভুত রকমের শর্ত রাখেন। আজকের প্রতিবেদনে এমনই ৯ তারকার নাম তুলে ধরা হল।

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলিউডের অন্যতম নামী অভিনেত্রী হলেন করিনা। বহু সিনেমায় তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সইফ আলি খানের সঙ্গে সাত পাক ঘোরার পর থেকে অভিনেত্রী যে কোনও ছবি সই করার আগে স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি ঘনিষ্ঠ দৃশ্যে একেবারেই অভিনয় করবেন না।

Kareena Kapoor Khan

সলমন খান (Salman Khan)- বলিউডের ভাইজান তিনি। সেই সলমনের সঙ্গে রোম্যান্স করার জন্য মুখিয়ে থাকেন একাধিক নায়িকা। তবে সেই সুপারস্টারই ছবি সই করার আগে চুম্বন দৃশ্য এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার শর্ত রাখেন।

Salman Khan

আলি জাফর (Ali Zafar)- বলিউডের নামী অভিনেতা এবং গায়ক আলি জাফরও যে কোনও ছবি সই করার আগে নির্মাতাদের সামনে দু’টি শর্ত রাখেন। অভিনেতা সাফ জানিয়ে দেন, তিনি চুম্বন দৃশ্য এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না।

Ali Zafar

শাহরুখ খান (Shah Rukh Khan)- বলিউড ‘বাদশা’ তিনি, অথচ তাঁর কোনও চাহিদা থাকবে না এমনটা হতে পারে না। যে কোনও ছবি সই করার আগে অভিনেতা জানিয়ে দেন, ঘোড়ায় চড়ার দৃশ্যে অভিনয় তিনি করবেন না। কারণ এই কাজে তিনি প্রচণ্ড ভয় পান।

Shah Rukh Khan

তনুজ ভিরওয়ানি (Tanuj Virwani)- ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘ইনসাইড এজ’ খ্যাত অভিনেতার নামও এই তালিকায় রয়েছে। তনুজ যে কোনও ছবি সই করার আগে জানিয়ে দেন, কোনও প্রকার পোকামাকড় এবং সাপের সঙ্গে তিনি অভিনয় করবেন না। কারণ উনি এই জিনিসগুলিতে ভয় পান।

Tanuj Virwani

অক্ষয় কুমার (Akshay Kumar)- বলিউড ‘খিলাড়ি’র নামও এই তালিকায় রয়েছে। অক্ষয় যে কোনও ছবি সই করার আগে জানিয়ে দেন, রবিবার করে তাঁর ছুটি চাই। সেদিন কোনোভাবেই তিনি শ্যুটিং করবেন না।

Akshay Kumar sad

ঋত্বিক রোশন (Hrithik Roshan)- বলিউডের ‘গ্রিক গড’ ঋত্বিক প্রত্যেক ছবি সই করার আগে সাফ জানিয়ে দেন যে কোনও ছবির শ্যুটিং যদি নির্ধারিত দিনের থেকে বেশি দিন ধরে চলে, তাহলে তাঁকেও বেশি টাকা পারিশ্রমিক দিতে হবে।

Hrithick Roshan

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা যে কোনও ছবি সই করার আগে সাফ জানিয়ে দেন যে, তিনি নগ্ন দৃশ্যে অভিনয় করায় একেবারেই স্বচ্ছন্দ বোধ করেন না। তাই নায়িকার অনুরোধ, এমন কোনও দৃশ্যে অভিনয় করার প্রস্তাব যেন তাঁকে না দেওয়া হয়।

Priyanka Chopra

সানি লিওনি (Sunny Leone)- বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সানি লিওনি। তাঁর রূপে মুগ্ধ হন বহু দর্শক।

Sunny Leone

তবে সেই অভিনেত্রীই যে কোনও ছবিতে সই করার আগে সাফ জানিয়ে দেন, কোনও চুম্বন দৃশ্য কিংবা লিপ লকের দৃশ্যে অভিনয় করতে চান না তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥