• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় করেই কয়েক হাজার কোটির সম্পত্তি! অমিতাভ থেকে শাহরুখ, রাজকীয় বাড়িতে থাকেন এই ৫ বলি তারকা

বলিউডের তারকাদের জীবন যে গ্ল্যামারে ভরপুর, তা আমাদের প্রায় সকলেরই জানা। এক একটি সিনেমায় অভিনয় করে পারিশ্রমিক হিসেবে কয়েক কোটি টাকা আয় করেন তাঁরা। তাই তাঁদের লাইফস্টাইলও যে প্রচণ্ড ‘হাই-ফাই’ হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিলাসবহুল বাড়িতে থাকেন, দামি গাড়িতে চড়েন, বলিপাড়ার সব সেলেবরা (Bollywood celebrities)। আজ বলিউডের সবচেয়ে দামি বাড়ি (Expensive house) কোন তারকার দখলে রয়েছে তা একটু জেনে নেওয়া যাক।

অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ (Jalsa) : অমিতাভ বচ্চনের বাড়ি জলসা তো এখন মুম্বইয়ের একটি ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে। মুম্বইয়ে গিয়ে যদি সেখানে না যাওয়া হয়  তাহলে সফরটাই যেন বৃথা হয়ে যায়। ‘বিগ বি’র বাড়ির সামনে সারাক্ষণ অনুরাগীদের ভিড় লেগেই থাকে।

   

Amitabh Bachchan in his house Jalsa

১৯৮২ সালে ‘সত্তে পে সত্তা’ ছবির সাফল্যের পর এনসি সিপ্পি অমিতাভকে এই বাড়ি উপহার করেছিলেন। সেখানেই সপরিবার থাকেন অমিতাভ। বিভিন্ন সূত্র মারফৎ জানা যায়, ১০,১২৫ স্কোয়্যার ফুটের এই বিলাসবুল বাড়ির দাম ১০০-১২০ কোটি টাকা।

সলমন খানের বাড়ি ‘গ্যালাক্সি’ (Galaxy) : ৪০ বছরেরও বেশি সময় ধরে বলিউডের ভাইজান তাঁর পরিবারের সঙ্গে মুম্বইয়ের বান্দ্রা এলাকার ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট থাকেন। তাঁর বাড়ির উল্টোদিকেই রয়েছে জনপ্রিয় বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড। সলমনের বাড়ির সামনেও সারাক্ষণ ভক্তদের ভিড় লেগে থাকে। প্রিয় তারকাকে একবার দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকেন তাঁরা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ‘L’ আকারের এই বিলাসবহুল বাড়ির মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

Salman Khan in his house galaxy

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বাংলো (Priyanka-Nick’s house) : বলিউডের নামী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের পর বিদেশিনী হয়ে গিয়েছেন। তিনি এখন স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসে একটি বলাসবহুল বাংলোয় থাকেন। ২০১৮ সালে বিয়ের পর এই তারকা দম্পতি সেই বাংলো কিনেছিলেন। শোনা যায়, প্রিয়াঙ্কা-নিকের স্বপ্নের বাড়ির দাম ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৪৪ কোটি টাকা।

Priyanka Chopra in her house

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বাড়ি (Ranveer-Deepika’s house) : সম্প্রতি শাহরুখ খানের ‘মন্নত’ এবং সলমন খানের ‘গ্যালাক্সি’র মাঝে নিজের বিলাসবহুল বাড়ি কিনেছেন রণবীর সিং। মুম্বইয়ের বান্দ্রা এলাকার এই বাড়ির সামনেই রয়েছে আরব সাগর। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বলিউডের এই তারকা দম্পতির বিলাসবহুল বাড়ির দাম ১১৯ কোটি টাকা।

Ranveer Singh and Deepika Padukone's house

শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’ (Mannat) : বলিপাড়ার ‘বাদশা’ তিনি। তাই স্বাভাবিকভাবেই তাঁর নাম যে এই তালিকায় থাকবে তা এক প্রকার জানা কথা। শুধু তাই নয়, বলিউড সেলেবদের মধ্যে সবচেয়ে দামি বাড়িও তাঁরই। অমিতাভ, সলমনের মতোই শাহরুখের বাড়ি ‘মন্নত’এর সামনেও সারাক্ষণ ভক্তদের ভিড় লেগেই থাকে।

Shah Rukh Khan in his house mannat

এটিও মুম্বইয়ের একটি ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে। ঈদে ‘কিং খান’এর এক ঝলক দেখার জন্য দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন তাঁর অনুরাগীরা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখ-গৌরীর সমুদ্রের দিকে মুখ করা এই বাড়ির দাম প্রায় ২০০ কোটি টাকা।