শনিবার সারা দেশ জুড়ে মহাশিবরাত্রি (Maha Shivratri) উদযাপিত হচ্ছে। মহাদেবের কোটি কোটি অনুরাগীরা আজ তাঁর মন ভরে তাঁর পুজো, সেবা করছেন। বলিউড (Bollywood) তারকারাও ব্যতিক্রম নন। বি টাউনেও এমন অনেক শিল্পী রয়েছেন যারা শিব ঠাকুরের পরম ভক্ত। সকাল সকাল তাই প্রত্যেককে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৬ তারকার (Bollywood celebrities) নাম তুলে ধরা হল।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- তালিকার প্রথম নামটিই হল বলিউডের ‘শেহেনশাহ’ অমিতাভের। মহাশিবরাত্রির এই বিশেষ দিন অনুরাগীদের সকাল সকাল শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টুইটারে অভিনেতা লিখেছেন, ‘হর হর মহাদেব’। সেই সঙ্গেই শেয়ার করেছেন নিজের আপকামিং ছবি ‘প্রোজেক্ট কে’র পোস্টার এবং রিলিজ ডেট।
T 4561 – हर हर महादेव !
— Amitabh Bachchan (@SrBachchan) February 18, 2023
কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউডের ‘ক্যুইন’ হিসেবে খ্যাত কঙ্গনার নামও লস্তে রয়েছে। প্রায়শয়ই ভোলেবাবার দর্শনে বেড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। আজ নিজের ইনস্টা স্টোরি এবং টুইটারে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে একমনে মহেদেবের পুজো করছেন অভিনেত্রী।
MahaShivratri ki hardik shubhkamnaen #महाशिवरात्रि #MahaShivaratri pic.twitter.com/ZxzD36Q0HS
— Kangana Ranaut (@KanganaTeam) February 18, 2023
অক্ষয় কুমার (Akshay Kumar)- প্রত্যেক বছর শিবরাত্রির শুভেচ্ছা জানান অক্ষয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। অভিনেতা লিখেছেন, ‘বিশ্বাস রাখুন, আমরা সবাই শিবের দাস। ভগবান শিব আমাদের প্রত্যেকের ওপর নিজের কৃপা বজায় রাখুক। শুভ মহাশিবরাত্রি’।
रख विश्वास तू है शिव का दास.
May lord Shiva bless us all.
Happy #Mahashivratri. #महाशिवरात्रि की हार्दिक शुभकामनाएँ ?? pic.twitter.com/xZL5evKhXK— Akshay Kumar (@akshaykumar) February 18, 2023
সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- দক্ষিণের নামী অভিনেত্রী সামান্থাও অনুরাগীদের মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। নিজের একটি প্রার্থনা করার ছবি শেয়ার করে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সামান্থা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ওঁ নমঃ শিবায়! ভগবানের কৃপা বজায় থাকুক। সারা জীবন শিব আপনার সঙ্গে থাকুক’।
View this post on Instagram
অজয় দেবগণ (Ajay Devgn)- বলিউডের নামী অভিনেতা অজয় দেবগণও মহাশিবরাত্রির এই বিশেষ দিনে ছবি শেয়ার করে ভোলেবাবাকে স্মরণ করেছেন। অভিনেতার শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, শিবলিঙ্গের ওপর জল নিবেদন করছেন তিনি।
हर हर महादेव pic.twitter.com/LtsI7kq4qT
— Ajay Devgn (@ajaydevgn) February 18, 2023
প্রভাস (Prabhas)- সাউথ এবং বলিউডের নামী সুপারস্টার প্রভাসও সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। পর্দার ‘বাহুবলী’ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে প্রত্যেককে শুভেচ্ছা জানান।
??-?-?? ?? ??! #????????
Happy Mahashivratri.#Prabhas @SrBachchan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms pic.twitter.com/iKanCKcQDM
— Prabhas (@PrabhasRaju) February 18, 2023
প্রভাস নিজের আগামী ছবি ‘প্রোজেক্ট কে’র পোস্টার এবং রিলিজ ডেট ঘোষণা করেছেন। সেই সঙ্গেই ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাশিবরাত্রি’।