• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শোয়ের নামে পর্দায় ছ্যাবলামি! শাহরুখ থেকে যশ, করণের শোতে আসার অফার ছুঁড়ে ফেলেছেন এই ৯ তারকা

Published on:

Salman Khan to Yash these celebrities rejected Coffe with Karan offer from Karan Johar

বলিউডের নামী পরিচালক এবং প্রযোজক করণ জোহর (Karan Johar) সঞ্চালিত ‘কফি উইথ করণ’ (Koffee With Karan) শোয়ের জনপ্রিয়তা বিপুল। বলিপাড়ার একাধিক নামী তারকা এই শোয়ের অংশ হওয়ার জন্য মুখিয়ে থাকেন। তবে এই বলিউডেই এমন বহু তারকা রয়েছেন, যারা করণের শোয়ে যাওয়ার জন্য সটান না বলে দিয়েছেন। আজ বলিউডের এই ব্যতিক্রমী তারকাদের (Bollywood celebrities) নাম একটু জেনে নেওয়া যাক।

অনুষ্কা শর্মা (Anushka Sharma)

Anushka Sharma in Koffee With Karan

কফি উইথ করণের সিজন ৩,৪ এবং ৫’এর পর শোয়ের অংশ হতে সটান না করে দেন অনুষ্কা। বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জনসমক্ষে আলোচনা করতে চান না বলেই এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

শাহরুখ খান (Shah Rukh Khan)

Shah Rukh Khan in Koffee With Karan

করণের সবচেয়ে কাছের বন্ধু শাহরুখ খান সিজন ৪ বাদে প্রত্যেক সিজনের অংশ ছিলেন। শোনা যায়, সেই সিজনের প্রথম এপিসোডের জন্য তাঁকে না বেছে সলমন খানকে করণ বেছেছিলেন বলেই রাগ করে এই সিদ্ধান্ত নেন ‘কিং খান’।

সলমন খান (Salman Khan)

salman khan in koffee with karan

করণ বহুবার চেষ্টা করা সত্ত্বেও, সলমন শোয়ের অংশ হবেন না বলেই বারংবার জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শোয়ের চতুর্থ সিজনের অংশ হতে রাজি হয়ে যান তিনি। করণের তীক্ষ্ণ প্রশ্নের জবাব দিতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ভাইজান।

অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না (Akshay Kumar and Twinkle Khanna)

akshay kumar and twinkle khanna in koffee with karan

শোয়ের সিজন ৫’এ অতিথি হিসেবে গিয়েছিলেন অক্ষয় এবং টুইঙ্কল। কিন্তু কোনোরকম বিতর্কের অংশ হতে চান না বলে বারংবার করণের আমন্ত্রণ ফিরিয়ে দিতেন এই তারকা দম্পতি।

আমির খান (Aamir Khan)

Aamir Khan in Koffee With Karan

কফি উইথ করণের সিজন ৪’এ প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে গিয়েছিলেন আমির খান। সেখানে সম্পূর্ণ অচানা রূপে দেখা গিয়েছিল তাঁকে। তবে অভিনেতা নিজের সেই চেহারা সকলের সামনে আনতে চান না বলেই শোয়ের অংশ না হওয়ার সিদ্ধান্ত নিতেন।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

katrina kaif in koffee with karan

শোয়ের সিজন ২’এ অভিনেত্রীকে দেখা গিয়েছিল। কিন্তু এরপর রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপ থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে করণের প্রশ্নের জবাব দিতে চান না বলে শোয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাট।

জুহি চাওলা (Juhi Chawla)

juhi chawla in koffee with karan

সিজন ৪’এ অতিথি হিসেবে শোয়ে যাওয়ার পর অভিনেত্রী করণকে প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছিলেন। কেন তিনি তাঁকে আগে আমন্ত্রণ করেননি, তুলেছিলেন এই প্রশ্নও।

রণবীর কাপুর (Ranbir Kapoor)

ranbir kapoor in koffee with karan

‘কফি উইথ করণ’এর চলতি সিজন অর্থাৎ সপ্তম সিজনের অংশ হওয়া নিয়ে রণবীর পরিচালককে একেবারে ঘেঁটে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অভিনেতা বলেন, শোয়ে গিয়ে বিতর্কিত কিছু বলে সমস্যার সম্মুখীন হওয়ার চেয়ে করণের বাড়ি যাওয়া তিনি বেশি পছন্দ করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥