ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদকে (Urfi Javed) নিয়ে মানুষের চর্চার অন্ত নেই। নিজের বিচিত্র ফ্যাশান সেন্স এবং নাচল্যকর বয়ানের সৌজন্যে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু উরফি সেসবে কান দিতে নারাজ। শুনলে অবাক হবেন, বলিউডের অনেক তারকা পর্যন্ত উরফিকে তাঁর ফ্যাশান সেন্সের জন্য তুলোধোনা করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৭ বলি সেলেবের (Bollywood stars) নাম তুলে ধরা হল।
কশ্মীরা শাহ (Kashmera Shah) – কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের স্ত্রী তথা অভিনেত্রী কশ্মীরা একবার বলেছিলেন, উরফির জনপ্রিয়তা ইনস্টাগ্রামের সীমাবদ্ধ। পাল্টা জবাব দিয়ে উরফি বলেছিলেন, তাঁকে অন্তত ইনস্টাগ্রামে দেখা যায়। কিন্তু কশ্মীরাকে কোথাও দেখা যায় না।
চাহত খান্না (Chahatt Khanna) – নামী অভিনেত্রী চাহাত এবং উরফির বিবাদের কথা অনেকেই জানেন। উরফির ড্রেসিং সেন্স নিয়ে চাহাত একবার অত্যন্ত কটু একটি মন্তব্য করেছিলেন। পাল্টা জবাবে ধুয়ে দিয়েছিলেন উরফিও। এরপর চাহাতের অতীতের বেশ কিছু বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঝড় তুলেছিলেন উরফি।
চেতন ভগত (Chetan Bhagat) – নামী লেখক চেতন ভগত একবার বলেছিলেন, উরফিকে দেখে আজকালকার তরুণ সম্প্রদায় দিশা হারিয়ে ফেলছে। চুপ করে সেকথা শোনেননি উরফি। ‘মিটু’ চলাকালীন চেতনের ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে লেখককে তুলোধোনা করেছিলেন তিনি।
ফারাহ আলি খান (Farah Ali Khan) – ঋত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা ফারাহর নামও লিস্টে রয়েছে। ফারাহ একবার উরফিকে পোশাক নিয়ে ট্রোল করেছিলেন। যা নিয়ে টুইটারে দু’জনের অনেকদিন ঝগড়া চলেছিল।
রাহুল বৈদ্য (Rahul Vaidya) – ‘বিগ বস’ খ্যাত নামী গায়ক রাহুল বৈদ্যও একবার উরফির ফ্যাশান সেন্সের দিকে আঙুল তুলেছিলেন। সেবারও পাল্টা জবাব দিয়েছিলেন অভিনেত্রী। গায়ককে ‘সেক্সিস্ট’ এবং ‘পাল্টিবাজ’ তকমা দিয়েছিলেন উরফি।
হিন্দুস্তানি ভাউ (Hindustani Bhau) – ‘বিগ বস’ খ্যাত ইন্টারনেট সেনসেশন হিন্দুস্তানি ভাউ একবার উরফিকে ‘শুধরে’ যাওয়ার কথা বলেছিলেন। আর তাতে বেজায় চটে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় হিন্দুস্তানি ভাউকে ধুয়ে দিয়েছিলেন তিনি।
রণবীর কাপুর (Ranbir Kapoor) – তালিকার সর্বশেষ নামটি হল বলিউডের নামী অভিনেতা রণবীর কাপুরের। সম্প্রতি উরফির ফ্যাশান সেন্স নিয়ে মুখ খুলেছিলেন ঋষি-পুত্র।
রণবীর সিং উরফিকে ‘ফ্যাশান আইকন’ আখ্যা দিলেও, সম্প্রতি করিনা কাপুর খানের শোয়ে গিয়ে রণবীর বলেন, উরফির ফ্যাশান সেন্স একেবারেই ভালো নয়।