বলিউড (Bollywood) নামটা শুনলেই ঝা চকচকে একটা দুনিয়া সামনে আসে। যেখানে তারকাদের জৌলুসে ভরা জীবন। আর প্রিয় তারকাদের সম্পর্কে জানার জন্য সর্বদাই মুকিয়ে থাকেন নেটিজেনরা। কে কার সাথে প্রেম করছে কার প্রেমে হাড্ডি হল কে সব খুঁটিনাটিই জানা চাই। এছাড়াও বি টাউনে গুজব থেকে কেচ্ছা কোনোটারই অভাব নেই।
বি টাউনের একাধিক তারকারা একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িত হয়েছেন। আজ সম্পর্ক গড়ছে তো কাল ভাঙছে এমন খবর প্রতিনিয়ত আসে। এত প্রেমের মাঝে সঙ্গমে লিপ্ত হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়! তবে জানেন কি কিছু বলি তারকারা খুব কম বয়সেই নিজেদের ‘ভার্জিনিটি (Virginity)’হারিয়েছেন। আজ বংট্রেন্ডে এমনই ৫ তারকাদের কথা আপনাদের জানাবো।
সানি লিওনি (Sunny Leone)
বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জায়গা করে নিযেছেন প্রাক্তন পর্ণ তারকা সানি লিওনি। একসময় নীল ছবির দুনিয়ায় থাকলেও বর্তমানে তিনি বলিউড অভিনেত্রী। তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ১৪ বছর বয়সেই তিনি প্রথম যৌন সঙ্গম করেছিলেন।
রণবীর কাপুর (Ranbir Kapoor)
বলিউডের সুপারস্টার অভিনেতা রণবীর কাপুর। ইন্ডাস্ট্রিতে ‘প্লে বয়’ হিসাবেও চেনেন অনেকেই তাকে। একাধিক অভিনেত্রীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। ক্যাটরিনা কাইফ থেকে দীপিকা পাডুকোন এর মত অভিনেত্রীদের সাথে প্রেম করে শেষমেশ আলিয়া ভাটের সাথে প্রেমে রয়েছেন তিনি। শীঘ্রই হয়তো বিয়েও করতে পারেন দুজনে।
আলিয়া ভাট (Alia Bhatt)
বলিউডের ‘গাঙ্গুবাঈ’ হিসাবে পরিচিত হয়ে গিয়েছেন আলিয়া ভাট। অনেক অল্প বয়সেই পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে আর ইতিমধ্যেই প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। জানা যায় অভিনেত্রী ১৫ বছর বয়সেই নিজের ভার্জিনিটি হারিয়েছেন। এক সাক্ষাৎকারে ‘সেক্স পজিশন’ নিয়েও আলোচনা করেছিলেন অভিনেত্রী।
রণবীর সিং (Ranveer Singh)
বলিউডের ঝিনচ্যাক অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। তাঁর নিত্য নতুন লুক মাঝে মধ্যেই ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। অভিনেতা নিজের প্রেম বা যৌনজীবন সম্পর্কে বা এস খোলামেলা ভাবেই আলোচনা করেছিলেন একসময়। তিনি নিজেই জানিয়েছিলেন ১২ বছর বয়সেই প্রথমবার সেক্স করেছিলেন তিনি। তাও নিজের থেকে বয়সে বড় এক মহলের সাথে।
দীপিকা পাডুকোন (Deepika Padukone)
বলিউডের পদ্মাবতী অভিনেত্রী দীপিকা পাডুকোনের জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। তাছাড়া রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা। তবে জানা যায় অভিনেত্রী নাকি মাত্র ১৬ বছর বয়সেই নিজের ভার্জিনিটি হারিয়ে ছিলেন।