• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ খান থেকে সলমন খান, গণেশ বন্দনায় মাতেন এই ৭ বলি তারকা, রইল পুজোর ছবি

Published on:

Bollywood celebrities who celebrate Ganesh Chaturthi at their home

আর মাত্র হাতে গোনা কিছু সময়ের অপেক্ষা। এরপরই সারা দেশে উদযাপিত হবে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। বিশেষ করে মহারাষ্ট্রে তো খুব বড় করে এই উৎসব পালন করা হয়। বলিউডের তারকারাও ব্যতিক্রম নন। বলিউডের বহু সেলেব (Bollywood celebrities) জাত, ধর্ম, বর্ণ ভুলে গণপতির বন্দনায় মাতেন। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৭ তারকার নাম তুলে ধরা হল।

শাহরুখ খান (Shah Rukh Khan)- তালিকার প্রথম নামটিই হল বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের। গণেশ ঠাকুরের বড় ভক্ত তিনি। বরাবরই তাঁর বাড়িতে বাপ্পার আরাধনা করা হয়। যদিও এই কারণে ‘কিং খান’কে বহুবার ট্রোলডও হয়ে হয়েছে।

Shah Rukh Khan Ganpati Puja

সলমন খান (Salman Khan)- শুধুমাত্র শাহরুখ খানই নন, তালিকায় নাম রয়েছে বলিউড সুপারস্টার সলমন খানেরও। প্রত্যেক বছর ভাইজানের বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থী উদযাপন করা হয়। পরিবারের সকল সদস্য মিলে গণপতি বন্দনায় মেতে ওঠেন। তবে শুধুমাত্র সলমনের বাড়িতেই নয়, তাঁর বোন অর্পিতার বাড়িতেও ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়।

Salman Khan Ganpati Puja

সারা আলি খান (Sara Ali Khan)- সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা তথা বলিউড অভিনেত্রী সারা আলি খান বরাবরই ঠাকুর ভক্ত। প্রত্যেক বছর গণেশ চতুর্থীর দিন গণপতির আরাধনায় মাতেন বলি সুন্দরী।

Sara Ali Khan Ganesh Puja

জীতেন্দ্র (Jeetendra)- বলিউডের একসময়ের নামী সুপারস্টার জীতেন্দ্রর নামও তালিকায় রয়েছে। প্রত্যেক বছর গণেশ ঠাকুরের বন্দনায় মাতেন তিনি এবং কন্যা একতা কাপুর। গণপতির আরাধনায় কোনও রকম ত্রুটি রাখেন না বলি সুপারস্টার।

Jeetendra Ganesh Puja

সোনু সুদ (Sonu Sood)- তালিকায় নাম রয়েছে বলিউডের অন্যতম দয়ালু অভিনেতা সোনু সুদেরও। প্রত্যেক বছর ধুমধাম করে বাপ্পাকে বাড়িতে স্বাগত জানান অভিনেতা। গণেশ বন্দনায় কোনও রকম ত্রুটি রাখেন না সোনু এবং তাঁর পরিবার।

Sonu Sood Ganesh Puja

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী শিল্পা শেট্টির নামও এই তালিকায় রয়েছে। সপরিবারে বড় করে গণপতির আরাধনায় মাতেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সেই ছবিও। সাক্ষী থাকতে পারেন অনুরাগীরাও।

Shilpa Shetty Ganesh Puja

সঞ্জয় দত্ত এবং মান্যতা (Sanjay Dutt and Manyata)- তালিকার সর্বশেষ নামটি হল সঞ্জয় দত্ত এবং মান্যতার। বলিউড সুপারস্টার প্রতি বছর ধুমধাম করে গণেশ বন্দনায় মাতেন।

Sanjay Dutt Ganesh Puja

বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, সঞ্জয় এবং মান্যতা দু’জনেই গণপতির বড় ভক্ত। বাপ্পার ভক্ত হিসেবে বেশ নামডাকও রয়েছে তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥