• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সলমন থেকে সুস্মিতা, বয়স ৪০ পেরোলেও এখনো বিয়ে করেননি বলিউডের এই ১৭ তারকা

Published on:

Bollywood celebrities who are above 40 and unmarried

সাম্প্রতিক অতীতে বলিউডের বহু নামী তারকা (Bollywood celebrities) গাঁটছড়া বেঁধেছেন। সেই তালিকায় নাম রয়েছেন ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের মতো অভিনেত্রীদের। আবার এই বলিপাড়াতেই এমন অনেক তারকা রয়েছেন, যাদের বিয়ের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। কিন্তু তাঁরা কিছুতেই সাত পাক ঘুরছেন না। বলিপাড়ার ‘হ্যাপিলি সিঙ্গেল’ (Single) এই ১৭ তারকার নাম আজ একটু জানা যাক।

সলমন খান (Salman Khan)- বলিপাড়ার ভাইজানের নাম এই তালিকার শীর্ষে রয়েছে। হিন্দি সিনে দুনিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তিনি। তাও বিয়ে করার কোনও প্ল্যান সলমনের নেই।

Salman Khan

ডিনো মোরিয়া (Dino Morea)- সুদর্শন এই অভিনেতার বয়স দেখতে দেখতে ৪২ হয়ে গিয়েছে। মাঝে তাঁর বিয়ের সংবাদ শোনা গিয়েছিল। তবে সেসব ভুয়ো। এখনও অবিবাহিতই রয়েছেন বিপাশা বসুর প্রাক্তন প্রেমিক।

Dino Morea

রাহুল খান্না (Rahul Khanna)- বলিউডের এই অভিনেতা মহিলা মহলে বেশ জনপ্রিয়। তাঁর এক চাহনিতেই মন গলে যায় মেয়েদের। তবে ৪৫ বছর হয়ে গেলেও এখনও সিঙ্গল রাহুল।

Rahul Khanna

করণ জোহর (Karan Johar)- বলিউডের নামী পরিচালক এবং প্রযোজক করণ জোহরের নামও এই তালিকায় রয়েছেন। দুই সন্তানের পিতা করণও স্বেচ্ছায় এখনও বিয়ে করেননি। বরং সারোগেসির মাধ্যমে নিজের দুই সন্তানের জন্য দিয়েছেন।

Karan Johar

রণদীপ হুডা (Randeep Hooda)- সুস্মিতা সেন, নীতু চন্দ্রার মতো সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে ছিলেন রণদীপ। কিন্তু অভিনেতার কোনও প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

Randeep Hooda

মনীশ মলহোত্রা (Manish Malhotra)- বলিপাড়ার নামী ফ্যাশান ডিজাইনার মনীশও অবিবাহিত। একাধিক অভিনেত্রীর বিয়ের পোশাক ডিজাইন করা মনীশের এখন বিয়ের কোনও প্ল্যানও নেই।

Manish Malhotra

সাজিদ খান (Sajid Khan)- ‘হাউসফুল’, ‘হিম্মতওয়ালা’র মতো ছবির পরিচালক তিনি। তবে সেই সাজিদও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি।

Sajid Khan

উদয় চোপড়া (Uday Chopra)- শমিতা শেট্টি, নার্গিস ফকরির মতো রূপসী অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছিল এই অভিনেতার। তবে কোনও প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। চোপড়া পরিবারের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ কবে বিয়ে করেন, এবার সেটাই দেখার।

Uday Chopra

রাহুল বোস (Rahul Bose)- অভিনেতা রাহুল বোসের নামও এই তালিকায় রয়েছে। বিয়ে প্রসঙ্গে কথা বলার সময় অভিনেতা নিজেই একবার জানিয়েছিলেন, তিনি বিয়েতে বিশ্বাস করেন না।

Rahul Bose

অক্ষয় খান্না (Akshaye Khanna)- বলিপাড়ার এই নামী অভিনেতা একবার জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে ভয় পান। সেই কারণেই এখনও পর্যন্ত বিয়ের গুরুদায়িত্ব নেননি তিনি।

Akshaye Khanna

সুস্মিতা সেন (Sushmita Sen)- সম্প্রতি ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে প্রাক্তন ‘মিস ইউনিভার্স’এর সম্পর্কের কথা জানা গিয়েছে। এত বছর সিঙ্গেল মাদার হিসেবে দুই কন্যার দায়িত্ব সামলানো সুস্মিতা এবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন কিনা সেটাই দেখার।

Sushmita Sen

একতা কাপুর (Ekta Kapoor)- হিন্দে টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম একতা কাপুর। তিনি বহু সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন। সেই একতাও কিন্তু এখনও পর্যন্ত সাত পাঁকে বাঁধা পড়েননি।

একতা কাপুর Ekta Kapoor

তাব্বু (Tabu)- ‘বিজয়পথ’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু হয়েছিল তাব্বুর। বলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রীর প্রেমে অনেকে পাগল হয়েছিলেন। তবে তিনি আজও অবিবাহিত।

Tabu

আমিশা পটেল (Ameesha Patel)- ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আমিশা। রাতারাতি বহু ছেলের ‘স্বপ্নো কি রানী’ হয়ে গিয়েছিলেন আমিশা। তবে সেই সুন্দরী অভিনেত্রী আজও অবিবাহিত। বিয়ে প্রসঙ্গে একবার অভিনেত্রী বলেছিলেন, ‘আমায় ছেলে খুঁজে দাও, আমি বিয়ে করে নেব’।

Ameesha Patel

আশা পারেখ (Asha Parekh)- বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীর নামও এই তালিকায় রয়েছে। এত বছর হয়ে গেলেও তিনি গাঁটছড়া বাঁধেননি।

Asha Parekh

দিব্যা দত্ত (Divya Dutta)- দিব্যা একবার বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, তিনি আপাতত যোগ্য পাত্রের অপেক্ষা করছেন। এবার দেখার এই বলি সুন্দরী কবে তাঁর মনের মানুষ খুঁজে পান।

Divya Dutta

তানিশা মুখার্জি (Tanishaa Mukerji)- তনুজার মেয়ে, কাজলের বোন তানিশার নামও তালিকায় রয়েছে। উদয় চোপড়া এবং আরমান কোহলির সঙ্গে এই অভিনেত্রীর নাম জড়িয়েছিল।

Tanisha Mukerji

নিজের প্রেমের সম্পর্কের কারণে বহুবার চর্চায় উঠে আসলেও, এখনও পর্যন্ত সাত পাক ঘোরেননি তানিশা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥