বলিউডের (Bollywood) চর্চিত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হলে সেখানে নিঃসন্দেহে স্থান করে নেবেন উরফি জাভেদ (Urfi Javed)। নিজের উদ্ভট ফ্যাশান সেন্স এবং পোশাকের কারণে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। বি টাউনের প্রচুর তারকাও উরফিকে তাঁর বিচিত্র ফ্যাশান সেন্সের জন্য একহাত নিয়েছেন। রণবীর কাপুর থেকে চেতন ভগত- সেই তালিকায় নাম রয়েছে অনেকের।
উরফি এমন একজন ব্যক্তিত্ব যিনি কখনও সিম কার্ড দিয়ে পোশাক বানিয়ে পরেছেন, কখনও আবার বস্তা দিয়ে লজ্জা নিবারণ করেছেন। বহুবার অর্ধনগ্ন হয়েও ক্যামেরার সামনে হাজির হয়েছেন ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী। তবে এবার যেন সব সীমা অতিক্রম করে ফেলেছেন তিনি। সম্প্রতি উরফি নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
সাহসী পোশাক বানানো এবং সেগুলি পরে রাস্তায় বেরনোর যে সাহস ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী দেখিয়েছেন তা আর কেউ দেখাতে পারেনি। এবার যেমন ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত করে শুধুমাত্র নিম্নাঙ্গে একটি ফুলের (Flower) স্কার্ট পরে প্রকাশ্যে এসেছেন উরফি।
সেই স্কার্ট আবার কোমর অবধি চেরা। অপরদিকে উরফি নিজের স্তনযুগল ঢেকেছেন দু’হাত দিয়ে। বলাই বাহুল্য, উরফি এই ভিডিও শেয়ার করা মাত্রই শোরগোল পরে গিয়েছে নেটপাড়ায়। সেই সঙ্গেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে শুরু করে দিয়েছে তাঁকে।
উরফির শেয়ার করা ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, আলতা দিয়ে নকশা করা দু’টি হাত। এরপর ক্যামেরা অভিনেত্রীর দিকে তাক করতেই দেখা যায় তাঁর পোশাক। উরফি যে এমন অবতারেও হাজির হতে পারেন তা আসলে আশা করেননি কেউই। তাই স্বাভাবিকভাবেই তাঁকে এই লুকে দেখে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, উরফি এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে বলিউডের একাধিক তারকা একাধিক রকমের মত দিয়েছেন। রণবীর সিংয়ের মতো সেলেব যেমন তাঁকে ‘ফ্যাশান আইকন’ আখ্যা দিয়েছেন। তেমনই আবার অভিনেত্রীর ফ্যাশান সেন্স একেবারেই পছন্দ নয় রণবীর কাপুরের। যদিও কোনও কালেই নিন্দুকদের বিশেষ পাত্তা দেন না উরফি। বরং তিনি নিজের কাজ করে যাওয়াতেই বিশ্বাসী।