বলিউডের (Bollywood) নিউ ড্যান্স কুইন নোরা ফাতেহি (Nora Fatehi)। গানের তালে দুর্দান্ত নাচে নোরার জুড়ি মেলা দায়! ফিগার থেকে শুরু করে কোমর দোলানোর স্টাইলে নোরা মানেই পুরুষ মনে ঝড়। অভিনয় তো আছেই কিন্তু নাচে নোরা ফাতেহি মানেই সোশ্যাল মিডিয়াতে সুপার ভাইরাল হেডলাইন। সম্প্রতি একেরপর এক হিট মিউজিক ভিডিওতে নোরাকে দেখা গিয়েছে, যা বহু রেকর্ড ব্রেক করেছে। এক কথায় নোরার প্রেমে পাগল অনুগামীরা।
কিন্তু শুরু থেকেই এতটা সাফল্য পাননি নোরা ফাতেহি। নোরা আসলে মরোক্কোর মেয়ে, সেখানে বেলি ড্যান্স আর ছোটোখাটো কাজের মধ্যে দিয়েই কোনো মতে দিন কাটাতেন অভিনেত্রী। একসময় একটি অ্যাডশুটের জন্য ভারতে আসেন অভিনেত্রী। ভারতে এসে বিভিন্ন ডিরেক্টরদের কাছে কাজের জন্য খোঁজ নেন অভিনেত্রী। অবশেষে পেয়েও যান। এরপর ও সাকি সাকি গানে তুমুল জনপ্রিয় হয়ে পড়েন নোরা। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি।
বলিউড ইন্ডাস্ট্রিতে আসার সময়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে নোরা কিছু বিস্ফোরক তথ্য জানান। নোরা বলেন, শুরুর দিকে যখন তিনি কাজের জন্য এদিক ওদিক ঘুরছিলেন তখন এক কাস্টিং ডিরেক্টর তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন। আর তারপর যা করেছিলেন তা আজও ভুলতে পারেননি নোরা ফাতেহি। তবে,অভিনেত্রী সেই কাস্টিং ডিরেক্টরের নাম প্রকাশ করেননি।
নোরা জানিয়েছেন, তাকে নিজের বাড়িতে ডেকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছিনে ডিরেক্টর।নোরার উপর চিৎকার করে বলেছিলেন, ‘তোমাদের মত মেয়েদের জন্য ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে! তোমাদের কোনো দরকার নেই। তোমার মধ্যে নামমাত্র প্রতিভা নেই’। কাস্টিং ডিরেক্টরের থেকে এই কথা শুনে খুবই ভেঙে পড়েছিলেন নোরা। কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। একজন সম্পূর্ণ অচেনা মানুষ নিজে থেকে বাড়িতে ডেকে যে এভাবে অপমান করতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি নোরা।