বলিউডের (Bollywood) শনির দশা যেন কিছুতেই কাটছে না। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এবার সেই লিস্টের নবতম সংযোজন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) এবং ঈশান খট্টর (Ishan Khatter) অভিনীত ‘ফোন ভূত’। গত ৪ নভেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা আশা জাগালেও বক্স অফিসে দাগ কাটতে ব্যর্থ হয়েছে।
হরর কমেডি এমন একটি ঘরানা যেটিতে বারবার সফল হয়েছে বলিউড। বয়কটের সময়েও এই ঘরানার ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে সফল হয়েছিল। আশা করা হয়েছিল, ‘ফোন ভূত’এর (Phone Bhoot) ক্ষেত্রেও হয়তো তাই হবে। কিন্তু কোথায় কী!
ক্যাট-ঈশান-সিদ্ধান্ত ‘ফোন ভূত’এর প্রচারে কোনও খামতি রাখেনি। গত কয়েকদিন ধরে নিজেদের সবটুকু দিয়ে ছবির প্রচার চালিয়েছিলেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও কিছু কাজে এল না। ‘ফোন ভূত’ দেখতেই যাচ্ছে না দর্শকেরা। দুর্বল চিত্রনাট্যের কাছেই আসলে মার খেয়ে গেল এই সিনেমা।
‘ফোন ভূত’এর সঙ্গেই সম্প্রতি মুক্তি পেয়েছে আরও দুই ছবি। বাকি দুই ছবি হল জাহ্নবী কাপুর, সানি কৌশল অভিনীত ‘মিলি’ এবং সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি অভিনীত ‘ডাবল এক্সএল’। বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি কোনোটিই।
প্রায় ৩০ কোটির বাজেটে তৈরি ‘ফোন ভূত’ রিলিজের দিন মাত্র ২.৫ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিন সেই অঙ্কটা কিছু বেড়েছে। তবে তাও আশা জোগানোর মতো নয়। ক্যাট-ঈশান-সিদ্ধান্তের সিনেমা দ্বিতীয় দিন ২.৫৫ কোটি টাকা ঘরে তুলেছে। যে পরিমাণ অঙ্ক চলচ্চিত্র সমালোচকেরা আশা করেছিলেন, তার কাছে এটি কিছুই নয়।
হরর কমেডি ঘরানায় একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে বলিউড। সেই লিস্টে নাম রয়েছে ‘ভুল ভুলাইয়া’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘স্ত্রী’এর মতো সিনেমার। ‘ফোন ভূত’এ আবার অশরীরীর চরিত্রে অভিনয় করেছিলেন খোদ বলিউড সুন্দরী ক্যাট। ঈশান এবং সিদ্ধান্তকে দেখা গিয়েছিল ভূত শিকারীদের চরিত্রে। ট্রেলার দেখে দর্শকদের আগ্রহ তৈরি হলেও, বক্স অফিসে ছবিটি একেবারেই ছাপ ফেলতে পারেনি।