শাহরুখ খান নামটাই যথেষ্ট। দেশ হোক কিংবা বিদেশ নামটাই যথেষ্ট। তাই আলাদা করে বলিউড বাদশার পরিচয় দেওয়ার আর প্রয়োজন নেই। নিজের দীর্ঘ অভিনয় জীবনে আজ তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যে এখন তিনি সমস্ত সাফল্য এবং ব্যর্থতার ঊর্ধ্বে পৌঁছেছেন। শাহরুখ খান আজ থেকে ৪ বছর আগে জিরো সিনেমায় অভিনয় করেছিলেন।
মুক্তির পরেই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। এই সিনেমায় তার সাথেই দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফকে। কিন্তু সিনেমাটি ফ্লপ করায় বিগত ৪ বছর বিরতি নিয়েছিলেন শাহরুখ। তবে অবশেষে পর্দায় ফিরছেন বাদশা। আগামী ২০ মাসে তার হাতে রয়েছে ৭ টি সিনেমা।
পাঠান (Pathan)
জিরোর পর এই পাঠান সিনেমার হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন বাদশা। যশরাজ ব্যানারের এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা জন আব্রাহাম।
ডঙ্কি (Dunki)
রাজকুমার হিরানির আসন্ন সিনেমা ‘ডঙ্কি’তে অভিনয় করতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই সিনেমার হাত ধরেই প্রথমবারের জন্য শাহরুখ রাজকুমার জুটির সিনেমা দেখতে চলেছেন দর্শক। এখনও পর্যন্ত খবর এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করবেন ভিকি কৌশল এবং তাপসী পান্নু। জানা যাচ্ছে আগামী বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি।
লাল সিং চাড্ডা (Lal Singh Chadda)
বলিউডের জনপ্রিয় তিন খানদের মধ্যে অন্যতম একজন হলেন আমির খান। আর শাহরুখ আমির একসাথে জুটি বেঁধে অভিনয় করছেন এমন সিনেমা ইন্ডাস্ট্রি তে প্রায় নেই বললেই চলে। তবে এবার আমির খানের আসন্ন সিনেমা লাল সিং চাড্ডায় একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ। এই ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানও। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
রকেট্রি:দ্য নাম্বী এফেক্ট (Rocketry:The Nambi Effect)
জনপ্রিয় অভিনেতা আর মাধবন পরিচালিত বহু প্রতিক্ষীত একটি সিনেমা হল এই ‘রকেট্রি:দ্য নাম্বী এফেক্ট’। সিনেমাটিতে শাহরুখের একটি ক্যামিও চরিত্র রয়েছে। এই সিনেমার হাত ধরেই পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছে পরিচালক আর মাধবনের। ২০২২ সালের ১ জুনেই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।
ব্রক্ষ্মাস্ত্র (Bramhastra)
অয়ন মুখার্জী পরিচালিত রনবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত বহু প্রতিক্ষীত একটি সিনেমা হল ব্রহ্মাস্ত্র। এই সিনেমাটিতে একটি ছোট চরিত্রে এন্ট্রি নেবেন বলিউড বাদশা শাহরুখ খান। তারকাখচিত এই সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা যাবে বলিউড শহেনশা অমিতাভ বচ্চন সহ সাউথের সুপারস্টার নাগার্জুন কেও। চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা।
অ্যাটলি (Attlee)
দেশজুড়ে এখন দক্ষিণ সিনেমার রমরমা বাজার। সাধারণ মানুষের মতই বলিউড অভিনেতাদেরও সাউথ ইন্ডাস্ট্রির প্রতি ঝোঁক বাড়ছে। তালিকায় রয়েছেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। খুব শিগগিরই সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলির আসন্ন সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ছবির নাম সম্ভবত ‘লায়ন’ হতে পারে।
টাইগার ৩ (Tiger 3)
যশরাজ ব্যানারের আসন্ন সিনেমা টাইগার থ্রি। এই সিনেমায় বলিউডের ভাইজান সালমান খানের সাথে অভিনয় করছেন ভিকি ঘরনী তথা বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বন্ধু সালমানের ছবিতে এই বহু প্রতিক্ষীত সিনেমায় একটি ছোট্ট ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে।