বছর শেষের আগেই শুরু হয়ে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। শীতের শহরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে শহর কলকাতার উষ্ণতা বাড়িয়ে দিলেন বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। করোনা কাঁটায় পরপর তিন বছর কলকাতায় আসতে পারেননি শাহরুখ।
তাই এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় ছুটে এসেছেন কিং খান। কলকাতায় পা রেখেই কলকাতাবাসীর উদ্দেশ্যে প্রথমেই শাহরুখের ঘোষণা ‘আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মসম বিগড়নে ওয়ালা হ্যায়’।শুধু তাই নয় প্রতিবারের মতো এবারও কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসডর কিং খানের মুখে শোনা গেল ঝরঝরে বাংলা।
যা মন্ত্রমুগ্ধের মতো শুনল গোটা শহর। ভাঙা বাংলায় বলিউডের কিং খান এদিন বললেন ‘দিদিকে কথা দিয়েছি যখন তখন তো এখানে আসবই’। এদিন শাহরুখকে বাংলায় স্পিচ দিতে সাহায্য করেছিলেন তারই সহকর্মী তথা বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তাই এদিন বঙ্গতনয়া রানির কাঁধেই বন্দুক রেখে শাহরুখ নিজের বক্ত্যব্যের মাঝেই জানিয়ে রাখেন ‘রানীকে পিটিয়ে আজ বাংলায় স্পিচ লিখেছি, খারাপ বললে দোষ রানীর আর ভালো বললে সেটা আমার ক্রেডিট’।
শাহরুখ খানের রসিকতায় ততক্ষণে হাসিতে ফেটে পড়েছেন গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কলকাতায় এসে বরাবরই শাহরুখ জানান এই শহরের সাথে তাঁর আত্মার যোগ রয়েছে। তাই প্রত্যেকবারই এখানকার মানুষদের আতিথিয়তায় মুগ্ধ হয়ে যান বলিউড বাদশা। প্রসঙ্গত কিং খান কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের ভাই মনে করেন।
এদিন ভরা মঞ্চে তাঁর হাতে রাখিও পরিয়ে দেন মমতা। তারপরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘আমি মনে করি শাহরুখ আমার নিজের ভাই। আমি ওকে রাখিও পরিয়েছি’। তবে শুধু শাহরুখ নন বাংলার জামাই অমিতাভ বচ্চনকেও এদিন আতিথেয়তায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বাংলার জামাই অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে বলেন ‘ভারতীয় চলচ্চিত্রে অমিতজির অবদান অসামান্য। আমরা দাবি জানাচ্ছি ওনাকে ভারতরত্ন দেওয়া হোক। উনি এই সম্মানের যোগ্য’।
এবছর কিফের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোরে বসেছিল একেবারে চাঁদের হাট। বলিউড বাদশা শাহরুখ খান এবং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন ছাড়াও উপস্থিত ছিলেন জয়া বচ্চন, রানী মুখার্জি, শত্রুঘ্ন সিনহা কুমার শানু এবং অরিজিৎ সিং এর মত একঝাঁক তারকারা। হাজির ছিলেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয় ওপার বাংলা থেকে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও আবির চট্টোপাধ্যায়, দেবসহ হাজির ছিলেন প্রায় গোটা ইন্ডাস্ট্রি। হাজির ছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিও।