• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বর থাকতেও চাই পরপুরুষের সুখ! স্বামীকে ছেড়ে প্রেমিকের সাথে দিন কাটাচ্ছেন এই ৫ বলি নায়িকা

Published on:

5 actress like Mlaika Arora who are in live in live in relationship

বলিউডে সম্পর্কের (Bollywood Relations) ভাঙা-গড়া লেগেই থাকে। মাঝেমধ্যেই তারকাদের নতুন প্রেমের সংবাদের পাশাপাশি উঠে আসে বিয়ে ভাঙার সংবাদও। প্রথম বিয়ে ভাঙার পর একাধিক তারকাকে দেখা গিয়েছে দ্বিতীয় বিয়ে করতে। তবে সাম্প্রতিক অতীতে এই ধারায় কিছুটা বদল হয়েছে। এখন প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বিয়ে নয়, বরং নায়িকারা (Bollywood actresses) তাঁদের প্রেমিকদের সঙ্গে সহ-বাস তথা লিভ-ইনের সিদ্ধান্ত নিচ্ছেন। এই তালিকায় নাম রয়েছে বলি পাড়ার একাধিক নামী নায়িকার।

মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর (Malaika Arora)- ২০১৭ সালে সলমন খানের ভাই, অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল অভিনেত্রী মালাইকা অরোরার। সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছিল এই তারকা জুটির বিয়ের ভাঙনের খবর। তবে বিয়ে ভাঙার পর থেকে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। লিভ-ইনেও থাকেন তাঁরা। তবে বিয়ের সিদ্ধান্ত এখনও নেননি এই তারকা জুটি।

Malaika Arora and Arjun Kapoor

দিয়া মির্জা এবং বৈভব রেখি (Dia Mirza and Vaibhav Rekhi)- ২০১৯ সালে স্বামী সাহিল সঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল অভিনেত্রী দিয়া মির্জার। এরপর বৈভব রেখির সঙ্গে সাত পাক ঘোরেন অভিনেত্রী। তবে যেমনটা জানা যায়, বিয়ের আগে বেশ কয়েক বছর চুটিয়ে লিভ-ইন করেছেন দু’জনে।

Dia Mirza and Vaibhav Rekhi

রশ্মি দেশাই এবং অরহান খান (Rashami Desai and Arhaan Khan)- ‘বিগ বস’ খ্যাত রশ্মি দেশাই নানান কারণে বারবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। আরহান খানের সঙ্গে তাঁর প্রেম বহু চর্চিত। শোনা যায়, ২০১৬ সালে অভিনেতা নন্দিশ সাধুর সঙ্গে ডিভোর্সের পরে পরেই আরহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রশ্মি।

Rashami Desai and Arhaan Khan

পূজা বাত্রা এবং নবাব শাহ (Pooja Batra and Nawab Shah)- জনপ্রিয় অভিনেত্রী পূজা বাত্রার নামও এই তালিকায় রয়েছে। ২০১১ সালে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নবাব শাহের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। বহু বছর একসঙ্গে থাকার পর ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

Pooja Batra and Nawab Shah

কাম্যা পাঞ্জাবি এবং শলভ দঙ্গ (Kamya Panjabi and Shalabh Dang)- কাম্যা এবং সলভের জুটি দর্শকদের বেশ পছন্দের। ‘শক্তি অস্তিত্ব কে এহসাস কি’ খ্যাত অভিনেত্রী অবশ্য স্বামী বান্টির সঙ্গে বিচ্ছেদের পর বহু বছর সলভের সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর  ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

Kamya Panjabi and Shalabh Dang

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥