• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একই সঙ্গে বাবা-ছেলের সাথে প্রেম! ঐশ্বর্য থেকে শ্রীদেবী ৫ বলিসুন্দরী করেছেন এই ‘কুকীর্তি’

Published on:

Bollywood actresses who romance with father and son in movie,Bollywood gossip,bollywood,entertainment,Aishwarya Rai Bachchan,Jaya Prada,Dimple Kapadia,Sridevi,Madhuri Dixit,Bollywood actresses who romance with father and son,বাবা ছেলের সঙ্গে প্রেম করেছেন এই নায়িকারা,সিনেমায় বাবা এবং ছেলের সঙ্গে প্রেম করেছেন এই নায়িকারা,মাধুরী দীক্ষিত,জয়া প্রদা,শ্রীদেবী,ডিম্পল কাপাডিয়া,ঐশ্বর্য রায় বচ্চন,বলিউড গসিপ,বলিউড,বিনোদন

বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাঁদের প্রেমে মজে থাকেন অভিনেতা থেকে শুরু করে দর্শক প্রত্যেকে। তাঁদের রূপের দ্যুতি, চোখের চাহনি থেকে চোখ ফেরানো দায়। দুর্দান্ত অভিনয়প্রতিভার সঙ্গেই নিজেদের রূপের জন্যেও জনপ্রিয়, এমন বহু অভিনেত্রীর খোঁজ বলিপাড়ায় পাওয়া যায়। তবে কিছু কিছু অভিনেত্রী এমনও রয়েছেন, যারা তাঁদের বিতর্কিত প্রেমের কারণে শিরোনামে উঠে এসেছেন। একইসঙ্গে বাবা এবং ছেলের সঙ্গে প্রেম করে অনুরাগীদের চর্চার কেন্দ্রে বিভিন্ন সময় বলিউডের (Bollywood) বহু নাম করা অভিনেত্রী উঠে এসেছেন। সেই তালিকায় নাম রয়েছে ঐশ্বর্য রায় বচ্চন থেকে শ্রীদেবীর মতো সেরা অভিনেত্রীদেরও। তবে জানিয়ে রাখা প্রয়োজন, বাস্তবে নয়, এখানে বড় পর্দায় বাবা-ছেলের সঙ্গে রোম্যান্সের কথা বলা হচ্ছে।

শ্রীদেবী (Sridevi)- বলিউডের ‘চাঁদনি’ শ্রীদেবী বড়পর্দায় ধর্মেন্দ্র এবং তাঁর ছেলে সানি দেওল, দু’জনের সঙ্গেই রোম্যান্স করেছেন। ধর্মেন্দ্রর সঙ্গে ‘নাকা বন্দী’ ছবিতে এবং সানির সঙ্গে ‘চালবাজ’, ‘রাম অবতার’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

Sridevi

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)- অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া বিনোদ খান্নার সঙ্গে ‘খুন কা কর্জ’, ‘ইনসাফ’এর মতো ছবিতে কাজ করেছেন। অপরদিকে তাঁর ছেলে অক্ষয় খান্নার সঙ্গে সুপারহিট ছবি ‘দিল চাহতা হ্যায়’তে কাজ করেছেন।

Dimple Kapadia

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- মাধুরী দীক্ষিতও বিনোদ খান্না এবং তাঁর ছেলে অক্ষয় খান্নার সঙ্গে বড় পর্দায় রোম্যান্স করেছেন। বিনোদের সঙ্গে ‘দয়াবান’ ছবিতে এবং অক্ষয়ের সঙ্গে ‘মোহব্বত’ ছবিতে রোম্যান্স করেছেন ‘ধক ধক গার্ল’।

Madhuri Dixit

ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan)- ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বর্য রায় বচ্চনের নামও এই তালিকায় রয়েছে। তিনিও বড় পর্দায় স্বামী অভিষেক বচ্চন এবং শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে রোম্যান্স করেছেন। ‘বান্টি অউর বাবলি’ ছবিতে ‘বিগ বি’ এবং ‘জুনিয়র বচ্চন’এর সঙ্গে ‘কজরা রে’ গানে চুটিয়ে পারফর্ম করেছিলেন অ্যাশ।

Aishwarya Rai Bachchan

জয়া প্রদা (Jaya Prada)- জয়া প্রদা ধর্মেন্দ্র এবং তাঁর ছেলে সানির সঙ্গে বড় পর্দায় প্রেম করেছেন। তিনি ধর্মেন্দ্রর সঙ্গে ‘গঙ্গা তেরে দেশ মে’, ‘শেহজাদে’, ‘ফরিশ্তে’র মতো ছবিতে কাজ করেছেন এবং সানির সঙ্গে ‘বীরতা’র মতো ছবিতে কাজ করেছেন।

Jaya Prada

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥