• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ কোটি দিলেও করবো না! মুখের ওপর সালমানকে সিনেমা রিজেক্ট করেছে এই ৮ বলি নায়িকারা

Updated on:

Bollywood actresses who have rejected to work with Salman Khan

Bollywood Actress who rejected Salman Khan : সালমান খান (Salman Khan) এমন একজন অভিনেতা যার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রচুর নায়িকা (Bollywood Actress)। ভাইজানের সঙ্গে একটা ছবি করতে পারলেই কেরিয়ার ‘সেট’ হয়ে যাবে, এমনটা মনে করেন অনেকে। তবে এই বি টাউনেই এমন অনেক অভিনেত্রী আছেন যারা মোটা টাকা পারিশ্রমিকের বিনিময়েও সলমনের নায়িকা হওয়ার অফার রিজেক্ট (Reject) করেছেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমন ৮ নায়িকার নাম।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- শাহরুখ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দীপিকা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে বেশ অনেকগুলো কাটিয়ে ফেলেছেন তিনি। তবে এত বছরে সালমানের নায়িকা হিসেবে কখনও দেখা যায়নি তাঁকে। শোনা যায়, সালমান নাকি দীপিকাকে প্রথম ছবি অফার করেছিলেন। কিন্তু দীপিকা সেই অফার রিজেক্ট করে দিয়েছিলেন।

Deepika Padukone

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউডের বেশিরভাগ তারকার সঙ্গে কঙ্গনার আদায়-কাঁচকলায় সম্পর্ক। সেই তারকাদের মধ্যে অন্যতম হলেন সালমান। শোনা যায়, ‘সুলতান’এ নায়িকা হিসেবে কঙ্গনাকে নিতে চেয়েছিলেন ভাইজান। তবে অভিনেত্রী সেই অফার ফিরিয়ে দেন।

Kangana Ranaut

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- একসময় বলিউডের হিট জুটিগুলির মধ্যে একটি ছিল সালমান-ঐশ্বর্যর জুটি। পর্দা থেকে বাস্তবেও গড়িয়েছিল তাঁদের প্রেম। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন ঐশ্বর্য। এরপর থেকে আর কখনও জুটি বাঁধতে দেখা যায়নি তাঁদের।

Aishwarya Rai Bachchan

সোনালি বেন্দ্রে (Sonali Bendre)- ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে সালমান এবং সোনালির জুটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। তবে এই ছবির শ্যুটিংয়ের সময়েই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ফেঁসে যান সলমন। এরপর নাকি সোনালি ঠিক করেন তিনি আর কখনও ভাইজানের সঙ্গে কাজ করবেন না।

Sonali Bendre

টুইঙ্কল খান্না (Twinkle Khanna)- ‘জব কিসি সে প্যায়ার হোতা হ্যায়’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল টুইঙ্কলকে। তাঁদের জুটিও বেশ ভালোলেগেছিল দর্শকদের। তবে সেই সিনেমার পর কোনও এক অজ্ঞাত কারণবশত আর কখনও সালমানের সঙ্গে জুটি বাঁধেননি টুইঙ্কল।

Twinkle Khanna

ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)- টুইঙ্কলের মতো ঊর্মিলাও সালমানের সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন। সেই সিনেমার নাম হল ‘জানম সমঝা করো’। তবে এই ছবির পর আর কখনও ভাইজানের সঙ্গে কাজ করেননি ঊর্মিলা।

Urmila Matondkar

আমিশা পটেল (Ameesha Patel)- ‘ইয়ে হ্যায় জলওয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন আমিশা। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন, এই ছবির শ্যুটিংয়ে কিছু একটা হয়েছিল যে কারণে আর কখনও সালমানের সঙ্গে কাজ করেননি অভিনেত্রী।

Ameesha Patel

অমৃতা রাও (Amrita Rao)- শাহিদ কাপুর অভিনীত ‘বিবাহ’ ছবির নায়িকাকে নিশ্চয়ই মনে আছে? এই ছবিতে অভিনয় করার পর কত ছেলে যে অমৃতাকে নিজের বৌ হিসেবে চেয়েছে তা গুনে শেষ করা যাবে না।

Amrita Rao

শোনা যায়, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির নায়িকা হিসেবে এই অমৃতাকে চেয়েছিলেন সালমান। কিন্তু অভিনেত্রী সেই অফার ফিরিয়ে দেওয়ায় সোনম কাপুরকে নেন নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥