নায়িকা মানেই তাঁকে হতে হবে ফর্সা। যে মেয়ে ফর্সা নয়, সুন্দরী নয়, সে কখনও নায়িকা হতে পারে নাকি! আমাদের দেশে এখনও অনেক মানুষের মুখেই এই ধরণের বক্তব্য শোনা যায়। অবাক লাগলেও অনেকেই মনে করেন, নায়িকা হতে গেলে অভিনয়ে দক্ষ নয়, বরং ফর্সা এবং সুন্দরী হওয়া জরুরি। বলিউডেও এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা কোটি টাকা খরচ করে চাপা রঙ বদলে ফর্সা হয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৭ অভিনেত্রীর (Bollywood actress) নাম তুলে ধরা হল।
কাজল (Kajol)- নব্বইয়ের দশক থেকে বলিউডে রাজত্ব করছেন কাজল। এই অভিনেত্রীর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। কেরিয়ারের শুরুতে তাঁর গায়ের রঙ চাপা ছিল। কিন্তু এখন তিনি দুধ সাদা ফর্সা হয়ে গিয়েছেন। যদিও অভিনেত্রীর মতে, তিনি কোনও স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট করিয়ে নয়, বরং বাড়ি থেকে না বেরিয়ে ফর্সা হয়ে গিয়েছেন।
শ্রীদেবী (Sridevi)- বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর নামও লিস্টে রয়েছে। কিংবদন্তি এই অভিনেত্রী আজ আমাদের মধ্যে না থাকলেও নিজের অসাধারণ অভিনয় এবং সৌন্দর্যের মাধ্যমে আজও কোটি কোটি অনুরাগীর মনে জীবিত রয়েছেন। অনেকেই হয়তো খেয়াল করেছেন, কেরিয়ারের শুরুতে শ্রীদেবীর গায়ের রঙ কিন্তু একটু চাপা ছিল। কিন্তু পরে অভিনেত্রী স্কিন হোয়াইটেনিং ট্রিট্মেন্ট করে নিজের পায়ের রঙ পরিবর্তন করেন।
রেখা (Rekha)- বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার নামও এই লিস্টে রয়েছে। বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রেমে এখনও হাবুডুবু খান অনেক পুরুষ। তবে খুব কম মানুষই জানেন রেখাও কিন্তু স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট করে ফর্সা হয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’এর নামও এই লিস্টে রয়েছে। অনেকেই হয়তো জানেন, প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কার অল্প বয়সে গায়ের রঙ বেশ চাপা ছিল। সেই কারণে বহু কটু কথাও শুনেছেন তিনি। ফর্সা হওয়ার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য প্রিয়াঙ্কাও প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন।
বিপাশা বসু (Bipasha Basu)- ‘বং বিউটি’ বিপাশার নামও এই তালিকায় রয়েছে। একসময় নিজের চাপা গায়ের রঙের কারণেই দর্শকদের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু পরে বিপাশাও ট্রিটমেন্ট করিয়ে নিজের গায়ের রঙ পরিবর্তন করে নেন।
হেমা মালিনী (Hema Malini)- তালিকায় বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমার নামও রয়েছে। দুর্দান্ত অভিনয় এবং সৌন্দর্যের জন্য জনপ্রিয় হেমার কেরিয়ারের শুরুতে গায়ের রঙ বেশ চাপা ছিল। কিন্তু তাও তিনি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। পরে ট্রিটমেন্ট করিয়ে নিজের গায়ের রঙ ফর্সা করেন হেমা।
শিল্পা শেট্টি (Shilpa Shetty)- তালিকার শেষ নামটি হল শিল্পা শেট্টির। দর্শকরা হয়তো জানেন, কেরিয়ারের শুরুতে শিল্পার গায়ের রঙ বেশ চাপা ছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রেগন্যান্ট হওয়ার কিছু সময় আগে স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট করিয়েছিলেন অভিনেত্রী।
যদিও শিল্পা কোনোদিন এই বিষয়টি জনসমক্ষে স্বীকার করেননি। বরং অভিনেত্রী বলেছিলেন, মা হওয়ার জন্য যে কোনও মহিলার মধ্যেই একটা গ্লো আসে। এটাও সেই গ্লো।