• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সে বড় হলেও চাই কচি প্রেমিক! ভাইয়ের বয়সী ছেলের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এই ৭ বলি অভিনেত্রী

বলিউডে এমন বহু অভিনেত্রী (Bollywood actresses) রয়েছেন, যাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার অনুরাগীদের মধ্যে চর্চা হয়েছে। সম্প্রতি যেমন প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কাঁটাছেঁড়া শুরু হয়েছে। বলি অভিনেত্রী প্রথমে কেন বয়সে ছোট রহম্যান এবং এখন ‘বুড়ো’ ললিতের সঙ্গে প্রেম করছেন (Relationship) তা নিয়ে চর্চা চরমে উঠেছে। তবে জানিয়ে রাখা প্রয়োজন, বঙ্গ তনয়া সুস্মিতাই প্রথম নন, এর আগেও বলিপাড়ার বহু অভিনেত্রী নিজের থেকে ছোট ছেলের (Younger boys) সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। আজ সেই বলি নায়িকাদের নামই এই প্রতিবেদনে তুলে ধরা হল।

সুস্মিতা সেন (Sushmita Sen)- ললিতের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুস্মিতা উঠতি মডেল রহম্যান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। খুল্লমখুল্লা প্রেম করতে দেখা যেত দু’জনকে। তবে রহম্যান কিন্তু প্রাক্তন ‘মিস ইউনিভার্স’এর থেকে বয়সে অনেকটাই ছোট ছিল। বলি অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকের ১৬ বছরের বয়সের ফারাক ছিল।

   

Sushmita Sen and Rohman Shawl

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- বলিউডের নামী অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের নামও এই তালিকায় রয়েছে। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাক ঘোরার পর থেকে দু’জনে বলিপাড়ার ‘পাওয়ার কাপল’দের মধ্যে একটি হয়ে গিয়েছেন। তবে জানেন, অমিতাভ পুত্র কিন্তু অ্যাশের থেকে ২ বছরের ছোট।

Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan

সোহা আলি খান (Soha Ali Khan)- মনসুর আলি খান পটৌডি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহাও তাঁর স্বামী কুণাল খেমুর থেকে বয়সে বড়। ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দু’জনে। তবে জানেন, সোহা এবং কুণালের মধ্যে ৪ বছরের বয়সের ফারাক রয়েছে।

Soha Ali Khan and Kunal Kemmu

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া যখন হলিউডের নামী অভিনেতা-গায়ক নিক জোনাসের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন, সেই সময় তাঁদের দু’জনের বয়সের ফারাক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। জানিয়ে রাখা প্রয়োজন, নিক প্রিয়াঙ্কার থেকে প্রায় ১১ বছরের ছোট।

Priyanka Chopra and Nick Jonas

বিপাশা বসু (Bipasha Basu)- বলিউডের নামী অভিনেত্রী বিপাশা বসুর নামও তালিকায় রয়েছে। এই সুন্দরী বঙ্গ তনয়া অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাক ঘুরেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবে করণ কিন্তু তাঁর সুন্দরী স্ত্রী বিপাশার থেকে ৩ বছরের ছোট।

Bipasha Basu and Karan Singh Grover

ফারহা খান (Farah Khan)- বলিউডের নামী কোরিয়োগ্রফার এবং ডিরেক্টর ফারহা খানের নামও তালিকায় রয়েছে। ‘ওম শান্তি ওম’ খ্যাত ডিরেক্টর ফারহা তাঁর স্বামী শিরিষ কুন্দরের থেকে ৬ বছরের বড়।

Farah Khan and Shirish Kunder

মালাইকা অরোরা (Malaika Arora)- বলিউডের ‘হটেস্ট অভিনেত্রী’দের মধ্যে একজন হলেন মালাইকা অরোরা। এই মুহূর্তে অভিনেত্রী অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

Malaika Arora and Arjun Kapoor

মাঝেমধ্যেই বলিপাড়ার এই তারকা জুটি সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। দু’জনের মধ্যেকার বয়সের ফারাক নিয়েও কম চর্চা হয় না। জানিয়ে রাখা প্রয়োজন, মালাইকার থেকে তাঁর প্রেমিক ১১ বছরের ছোট।