• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়া ভাট প্রথম নন, নেহা থেকে শ্রীদেবী বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন এই ৭ বলি নায়িকা

Published on:

Bollywood actresses who got pregnant before marriage

সম্প্রতি বলিউডের (Bollywood) প্রথম সারির নায়িকা আলিয়া ভাট তাঁর প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছেন। এরপর থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জন। তাহলে কি গর্ভবতী হয়ে যাওয়াতেই রণবীর কাপুরের সঙ্গে তড়িঘড়ি বিয়ে করেছেন নায়িকা? তবে এই প্রথম নয়, বলিপাড়ার একাধিক নায়িকা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। সেই খবরে সরগরম হয়েছিল সংবাদমাধ্যম থেকে শুরু করে অনুরাগী সকলে।

নেহা ধুপিয়া (Neha Dhupia)- অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। ২০১৮ সালের মে মাসে অভিনেতা অঙ্গদের সঙ্গে বিয়ে করার কয়েকমাসের মধ্যেই প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এরপর বিয়ের ছয় মাসের মাথায় মেয়ে মেহরের জন্ম দেন তিনি।

Neha Dhupia

গ্যাব্রিয়েলা দিমেত্রিয়াদেস (Gabriella Demetriades)- অর্জুন রামপালের প্রেমিকা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। ২০১৯ সালে সন্তানের জন্ম দেন তিনি। সন্তানের বয়স ৩ বছর হয়ে গেলেও, এখনও পর্যন্ত বিয়ে করেননি অর্জুন এবং গ্যাব্রিয়েলা।

Gabriella Demetriades

শ্রীদেবী (Sridevi)- অবিবাহিত অবস্থাতেই গর্ভবতী হয়ে পড়েছিলেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। জাহ্নবী কাপুর গর্ভে থাকা অবস্থাতেই বনি কাপুরের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন অভিনেত্রী।

Sridevi

নীনা গুপ্তা (Neena Gupta)- ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নীনা গুপ্তার সম্পর্কের কথা কারোর অজানা নয়। সেই সম্পর্ক থেকেই গর্ভবতী হয়ে পড়েছিলেন বলি অভিনেত্রী। এরপর জন্ম হয় তাঁর মেয়ে মাসাবার। তবে জানিয়ে রাখা প্রয়োজন ভিভ-নীনার ভালোবাসার ‘চিহ্ন’ মাসাবাকে জন্ম দিলেও, ক্রিকেটারের সঙ্গে কোনোদিন সাত পাক ঘোরেননি নীনা।

Neena Gupta নীনা গুপ্ত

অ্যামি জ্যাকসন (Amy Jackson)- রজনীকান্তের ‘২.০’ ছবির নায়িকাও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। নিজেই সেই কথা স্বীকার করেছিলেন তিনি। কয়েকদিন আগে প্রেমিক জর্জ পানাইতোকে বিয়ে করেছেন অ্যামি।

Amy Jackson

সারিকা (Sarika)- দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী এবং কমল হাসানের স্ত্রী সারিকা বিয়ের আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন। মেয়ে শ্রুতি হাসানের যখন ২ বছর, তখন কমলের সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়েন সারিকা।

Sarika

কল্কি কেঁকলা (Kalki Koechlin)- বিয়ের আগেই সন্তানের জন্ম দিয়েছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত এই অভিনেত্রী। কন্যা স্যাফোর জন্মের পরও এখনও বিয়ে করেননি কল্কি।

Kalki Koechlin

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥