• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাজ শরম কিছুই নেই! ঊর্মিলা মাতন্ডকর থেকে নীনা গুপ্তা, দিদা হওয়ার বয়সে বিয়ে করেছেন এই ৫ বলি অভিনেত্রী

Published on:

Bollywood actresses late marriage,Bollywood,entertainment,Suhasini Mulay,Farah Khan,Neena Gupta,Preity Zinta,Urmila Matondkar,নীনা গুপ্তা,সুহাসিনী মুলে,ফারাহ খান,ঊর্মিলা মাতোন্ডকর,প্রীতি জিন্টা,বলিউড,বিনোদন

যে কোনও মানুষের জন্যই বিয়ে একটি খুবই বিশেষ বিষয়। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেন প্রত্যেকে। তবে আমাদের সমাজে এই বিয়ে নিয়ে চিন্তা করার জন্যও একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে সেই সময়সীমা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ৩০’এর মধ্যে। তবে এখন সেই সময়সীমাকে তুড়ি মেরে অনেকেই নিজের সময়মতো বিয়ে (Married) করেন। বলিউডেও এমন বহু অভিনেত্রী (Bollywood actresses) রয়েছেন, যারা সমাজের বেঁধে দেওয়া ৩০ তো বটেই, ৪০’এর পরেও বিয়ে করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ বলি অভিনেত্রীর নাম তুলে ধরা হল।

প্রীতি জিন্টা (Preity Zinta)- তালিকার প্রথম নামটিই হল বলিউড ‘বাবলি গার্ল’ প্রীতি জিন্টার। ‘কোই মিল গয়া’, ‘কাল হো না হো’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে তাঁর বহু সহ অভিনেতার নাম জড়িয়েছে। কিন্তু আদতে সেই গুঞ্জনে কোনও সত্যতা ছিল না। অবশেষে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৪১ বছর বয়সে জিন গুডএনাফের সঙ্গে সাত পাক ঘোরেন প্রীতি। এখন স্বামী এবং দুই সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিনি।

Preity Zinta with husband

ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)- বলিউডের ‘ছাম্মা ছাম্মা গার্ল’এর নামও তালিকায় রয়েছে। ঊর্মিলা যখন নিজের কেরিয়ারের শীর্ষে ছিলেন, তখন তাঁকে দেখে মন গলেছে বহু পুরুষ অনুরাগীর। তবে নায়িকার মন চুরি করেন মডেল এবং ব্যবসায়ী মহসিন আখতার মীর। ২০১৬ সালের ৩ মার্চ কাশ্মীরে সাত পাক ঘোরেন দু’জনে। বিয়ের সময় ঊর্মিলার বয়স ছিল ৪২।

Urmila Matondkar with husband

ফারাহ খান (Farah Khan)- বলিউডে ফারাহর সফর শুরু হয়েছিল কোরিয়োগ্রাফার হিসেবে। কিন্তু এরপর দেখতে দেখতে একজন ডিরেক্টর হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। ‘ম্যায় হু না’ ছবির সেটে স্বামী শিরীষের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ফারাহর। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর সাত পাক ঘোরেন দু’জনে। ২০০৪ সালের ৯ ডিসেম্বর ৪০ বছর বয়সে বিয়ে করেছিলে ‘ওম শান্তি ওম’এর ডিরেক্টর।

Farah Khan with husband

নীনা গুপ্তা (Neena Gupta)- বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নীনা গুপ্তা। সেই সময়ে দাঁড়িয়ে বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্ক হোক বা বিয়ের আগে মা হওয়া- নীনা সেই সময় যা করে দেখিয়েছেন, তা এখনও হয়তো অনেক মেয়ে পারবে না। এই সব কিছুর পর ২০০৮ সালে বিবেক মেহরার সঙ্গে সাত পাক ঘোরেন ‘বধাই হো’, ‘পঞ্চায়েত’ খ্যাত এই অভিনেত্রী। বিয়ের সময় নীনার বয়স ছিল ৫৪।

Neena Gupta with husband

সুহাসিনী মুলে (Suhasini Mulay)- বলিউডের অন্যতম সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সুহাসিনী মুলে। এই বলি অভিনেত্রী ১৯৯০ সাল পর্যন্ত একটি দীর্ঘ লিভ ইন রিলেশনশিপে ছিলেন।

Suhasini Mulay marriage

সেই সম্পর্ক ভাঙার পর একাই জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী। তবে ফের অতুল গুরতুর মধ্যে ভালোবাসা খুঁজে পান সুহাসিনী। ২০১১ সালের ১৬ জানুয়ারি সাত পাক ঘোরেন দু’জনে। সেই সময় অভিনেত্রীর বয়স ৬০ বছরেরও বেশি ছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥