• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা নয় সন্তান আগে! শ্রীদেবী থেকে শিল্পা, মা হওয়ার পর অভিনয়কে বিদায় জানিয়েছেন এই ৭ নায়িকা

Published on:

Sridevi to Shilpa Shetty bollywood actress who left acting after being mother

বলিউডে (Bollywood) অভিনয় করলে যেমন মেলে দর্শকদের ভালোবাসা, তেমনই আবার রয়েছে যশ, খ্যাতিও। ঝাঁ চকচকে, গ্ল্যামারাস এই দুনিয়াকে ছাড়া নিজের জীবন কল্পনা করতেও কেঁপে ওঠেন বহু শিল্পী। তবে এই বলিউডেই এমন বহু নায়িকা রয়েছেন যারা শুধুমাত্র নিজেদের সন্তানদের দেখভাল করবেন এবং তাঁদের খেয়াল রাখবেন বলে অভিনয়কে স্বেচ্ছায় বিদায় জানিয়েছিলেন। সেই তালিকায় নাম রয়েছে, শ্রীদেবী থেকে শুরু করে করিশ্মা কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের। চলুন দেখে নেওয়া যাক, ‘বলিউডের বেস্ট মা’দের নামের তালিকা।

Sridevi with Janhvi and Khushi

শ্রীদেবী (Sridevi)- বলিউডের ‘চাঁদনি’কে হিন্দি সিনে দুনিয়ার প্রথম মহিলা সুপারস্টার বলে থাকেন অনুরাগীরা। সেই শ্রীদেবীই মা হওয়ার পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। দুই মেয়ে জাহ্নবী এবং খুশির দেখভাল করবেন বলে রুপোলি পর্দা থেকে দীর্ঘ ১৫ বছর দূরে সরে ছিলেন তিনি।

Raveena Tandon with her family

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন রবীনা ট্যান্ডন। তবে দারুণ অভনেত্রীই শুধু নন, তিনি একজন খুব ভালো মা’ও। কন্যা রাশা এবং রণবীরের সঙ্গে থাকার জন্য নিজের ফিল্মি কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন রবীনা।

Shilpa Shetty with her family

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর এক ছেলে আছে। তাঁর নাম ভিয়ান। শুধুমাত্র ছেলের জন্য নিজের কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই বলিউড ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছিলেন শিল্পা। এখন ভিয়ানের পাশাপাশি একটি মেয়েও হয়েছে অভিনেত্রীর।

Lara Dutta with daughter Saira

লারা দত্ত (Lara Dutta)- যেমন দারুণ মডেল, তেমনই ভালো অভিনেত্রী- লারা দত্ত বহুমুখী প্রতিভার অধিকারী। তবে সেই প্রতিভাবান লারাও নিজের মেয়ে সায়রা ভূপতির জন্য নিজের ফিল্মি কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন।

Karishma Kapoor with her kids

করিশ্মা কাপুর (Karishma Kapoor)- রণধীর কাপুরের কন্যা করিশ্মা কাপুরের নামও এই তালিকায় রয়েছে। বলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেছিলেন। এরপর দুই সন্তান, সামায়রা  এবং কিয়ানের জন্মের পর পাকাপাকিভাবে ফিল্মি দুনিয়া থেকে বিদায় নেন কাপুর পরিবারের ‘লোলো’।

Amrita arora with her kids

 

অমৃতা অরোরা (Amrita Arora)- ‘কমবক্ত ইশক’ ছবির অভিনেত্রী অমৃতা অরোরার নামও এই তালিকায় রয়েছে। বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীর দুই ছেলে রয়েছে। তাঁদের নাম, আজান এবং রায়ান। সন্তানদের জন্মের পর মালাইকা অরোরার দিদিও নিজের ফিল্মি কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন।

Tara Sharma with her kids

তারা শর্মা (Tara Sharma)- ‘পেজ ৩’, ‘খোসলা কা ঘোসলা’র মতো ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে দুই পুত্র, জেন এবং কাইয়ের জন্মের পর রুপোলি পর্দা থেকে দূরে সরে যান তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥