বলিউড স্টার (Bollywood) হয়ে যাওয়ার পর প্রত্যেক মানুষের লাইফস্টাইলেই কিছু না কিছু পরিবর্তন আসে। কেউ মা-বাবার দেওয়া নাম পরিবর্তন করেন, কেউ আবার পুরনো বাড়ি ছেড়ে দেন। তবে আপনি কি জানেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন, যারা সফল হতেই প্রেমিক-প্রেমিকাদের (Partners) ছেড়ে দিয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন ৮ তারকার নাম তুলে ধরা হল যারা বলিউড সফল হতেই ভালোবাসার মানুষকে ‘লাথি’ (Dumped) মেরেছেন!
দীপিকা পাড়ুকোন এবং নীহার পান্ডিয়া (Deepika Padukone Nihar Pandya)- ‘ওম শান্তি ওম’র মাধ্যমে বলিউডে পা রাখার আগে নীহার পান্ডিয়ার সঙ্গে প্রেম করতেন দীপিকা পাড়ুকোন। হিমেশ রেশমিয়ার দু’টি গানে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তবে বলিউড ডেবিউর পরেই নীহারকে ছেড়ে দেন দীপিকা। নীহার এখন গায়িকা নীতি মোহনকে বিয়ে করেছেন।
ঐশ্বর্য রাই বচ্চন এবং রাজীব মুলচন্দানি (Aishwarya Rai Bachchan Rajeev Mulchandani)- ঐশ্বর্য যখন মডেলিং করতেন সেই সময় তাঁর বয়ফ্রেন্ড ছিলেন রাজীব। এরপর অভিনয় দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। বলিউডে পা রাখার সঙ্গেই রাজীবের সঙ্গে ব্রেক আপ করে নেন ঐশ্বর্য।
রণবীর কাপুর এবং অবন্তিকা মালিক (Ranbir Kapoor Avantika Malik)- রণবীরের প্রথম প্রেমিকা ছিলেন অবন্তিকা। শোনা যায়, অবন্তিকার ‘জাস্ট মোহব্বত’ সিরিয়ালের সেটে প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন তাঁরা। তবে এরপর বলিউডে পা রাখতেই অবন্তিকার সঙ্গে বিচ্ছেদ করে নেন রণবীর।
আলিয়া ভাট এবং আলি দাদারকার (Alia Bhatt Ali Dadarkar)- আলিয়ার স্কুল জীবনের প্রেমিক ছিলেন আলি। বলিউড ডেবিউর আগে অবধি তাঁর সঙ্গেই প্রেম করতেন মহেশ ভাটের কন্যা। তবে শোনা যায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’র সেটে সিদ্ধার্থ মলহোত্রার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আলিয়া। এরপরেই আলির সঙ্গে ব্রেক আপ করে নেন তিনি।
কঙ্গনা রানাউত এবং আধ্যায়ন সুমন (Kangana Ranaut Adhyayan Suman)- ‘রাজ ২’ ছবির সেটে প্রথম আলাপ হয়েছিল কঙ্গনা এবং আধ্যায়নের। অল্প সময়ের মধ্যেই সেই আলাপ প্রেমের আকার নেয়। তবে ‘ক্যুইন’ ছবির পর রাতারাতি তারকা হয়ে যান কঙ্গনা। কিন্তু আধ্যায়ন তেমন সফল হননি। এরপর ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
জ্যাকলিন ফার্নান্দেজ এবং হাসান বিন রাশিদ আল খালিফা (Jacqueline Fernandez Hassan Bin Rashid Al Khalifa)- বলিউডে পা রাখার আগে বাহরিনের রাজপুত্র হাসান বিন রাশিদ আল খালিফার সম্পর্কে ছিলেন জ্যাকলিন। তবে বি টাউনে পা রাখতেই ভেঙে যায় জ্যাকলিন এবং হাসান বিনের সম্পর্ক।
অনুষ্কা শর্মা এবং জোহেব ইউসুফ (Anushka Sharma Zoheb Yusuf)- অনুষ্কা যখন মডেলিং করতেন সেই সময় তিনি জোহেবের সঙ্গে সম্পর্কে ছিলেন। দু’জন একসঙ্গে মুম্বইয়েও পা রেখেছিলেন। এরপর অনুষ্কা ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে কাজের সুযোগ পান। কিন্তু জোহেবের ভাগ্য খোলেনি। এরপরেই বিচ্ছেদ হয়ে যায় দু’জনের।
প্রিয়াঙ্কা চোপড়া এবং আসিম মার্চেন্ট (Priyanka Chopra Aseem Merchant)- তালিকায় সবার শেষ নামটি হল ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডে সফল হওয়ার পর তিনিও নিজের প্রাক্তন প্রেমিককে ছেড়ে দিয়েছিলেন।
শোনা যায়, ফ্যাশান ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে আসিমের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। তবে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতার পরেই তাঁকে ছেড়ে দেন ‘দেশি গার্ল’।