• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিথ্যে প্রেমের নাটক থেকে অপছন্দের পাত্র! অক্ষয় কুমারের সাথে কাজ করতে নারাজ এই ৫ বলি নায়িকারা

বলিউডের অন্যতম নামী অভিনেতাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। শুধু স্টার নন, আক্কি হলেন সুপারস্টার। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের একাধিক অভিনেত্রী (Bollywood actresses)। তবে এই বলিপাড়াতেই এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা ঠিক করেছেন কোনোদিন অক্ষয়ের সঙ্গে কাজ করবেন না। আজকের প্রতিবেদনে বলিউডের এমন ৫ অভিনেত্রীর নাম তুলে ধরা হল।

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রবীনা। তাঁর নাম এই তালিকার শীর্ষে রয়েছেন। সুপারস্টার অক্ষয়ের সঙ্গে রবীনার প্রেম এবং সেই প্রেমে প্রতারিত হওয়ার ঘটনা অনুরাগীদের অজানা নয়। আর ঠিক এই কারণেই আর ‘খিলাড়ি’র সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন রবীনা।

   

Raveena Tandon

রানী মুখার্জি (Rani Mukerji)- এই বঙ্গ তনয়ার নামও তালিকায় রয়েছে। রানী এমন একজন অভিনেত্রী যিনি একাধিকবার অক্ষয়ের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শোনা যায়, অক্ষয় অভিনীত ‘খিলাড়িও কে খিলাড়ি’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’ ছবির প্রস্তাব রানীর কাছে গিয়েছিল। কিন্তু অভিনেত্রী সটান সেই প্রস্তাব খারিজ করে দেন।

Rani Mukerji

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউডের ‘ক্যুইন’এর নামও এই তালিকায় রয়েছে। অক্ষয় অভিনীত দু’টি সুপারহিট ছবি ‘এয়ারলিফট’ এবং ‘রুস্তম’ ছবির অফার কঙ্গনার কাছে গিয়েছিল। কিন্তু দু’টি ছবিই পুরুষকেন্দ্রিক হওয়ার জন্য অভিনেত্রী সেই অফার ফিরিয়ে দেন।

Kangana Ranaut sad

দিশা পাটানি (Disha Patani)- বলি সুন্দরী দিশা পাটানিও অক্ষয়ের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শোনা যায়, ‘খিলাড়ি’ অভিনীত ‘মিশন মঙ্গল’ ছবির প্রস্তাব দিশাকে দেওয়া হয়েছিল। কিন্তু বিদ্যা বালান সহ আরও চার অভিনেত্রী সেই ছবিতে থাকায় টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

Disha Patani

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডের অন্যতম নামী অভিনেত্রী শিল্পার নামও তালিকায় রয়েছে। রবীনার মতোই শিল্পাও একসময় অক্ষয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন।

Shilpa Shetty

শোনা যায়, ব্যক্তিগত কারণে সেই সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন দু’জনে। এরপর থেকেই আর একসঙ্গে কাজ করেন না অক্ষয় এবং শিল্পা।