• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজল থেকে কঙ্গনা, সিনেমার জন্য কেটেছেন শখের লম্বা চুল! শর্ট হেয়ার লুকেই বাজিমাত এই ৯ নায়িকার

Published on:

Bollywood actresses who cut their hair for movies

পোশাক থেকে শুরু করে চুলের স্টাইল, দশকের পর দশক ধরে বলিউড অভিনেত্রীরা এই বিষয়ে ট্রেন্ড সেট করে আসছেন। যদি চুলের স্টাইলের দিক থেকে বলা হয়, তাহলে সেই নব্বইয়ের দশক থেকে বলিউড অভিনেত্রীদের চুলের স্টাইল নকল করতে দেখা গিয়েছেন অনুরাগীদের। ব্যতিক্রম নয়, নায়িকাদের ছোট চুলের স্টাইলও। হ্যাঁ, ঠিকই দেখছেন। বলিউডের বহু অভিনেত্রী (Bollywood actress) সিনেমার জন্য নিজের শখের চুল কেটে দিয়েছিলেন। আজকের প্রতিবেদনে এমনই ৯ বলি নায়িকার নাম তুলে ধরা হল।

তাব্বু, ‘হু তু তু’ (Tabu, ‘Hu Tu Tu’)- ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন তাব্বু, সুনীল শেট্টি, সুহাসিনী মুলে, নানা পাটেকরের মতো শিল্পীরা। এই ‘হু তু তু’ ছবির জন্যই নিজের শখের লম্বা চুল কেটে দিয়েছিলেন তাব্বু। সেই সময় অভিনেত্রীর লুক বেশ জনপ্রিয় হয়েছিল।

Tabu in Hu Tu Tu

কাজল, ‘দুশমন’ (Kajol, ‘Dushman’)- ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কাজলকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই দুই চরিত্রের মধ্যেই একটি চরিত্রে কাজলকে ছোট চুলে দেখা গিয়েছিল। দর্শকদের অভিনেত্রীর ছোট চুলের লুক বেশ পছন্দ হয়েছিল।

Kajol in Dushman movie

প্রীতি জিন্টা, ‘লক্ষ্য’ (Preity Zinta, ‘Lakshya’)- ২০০৪ সালে রিলিজ হওয়া এই সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। সেখানেই অভিনেত্রীকে ছোট চুলে দেখা গিয়েছিল। ছোট চুলে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল বলি সুন্দরীকে।

Preity Zinta in Lakshya

কঙ্গনা রানাউত, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ (Kangana Ranaut, ‘Tanu Weds Manu Returns’)- ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই জনপ্রিয় ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। সেই দুই চরিত্রের মধ্যেই একটি চরিত্র ছিল টমবয় গোছের এবং সেই চরিত্রের খাতিরেই নিজের শখের লম্বা চুল কেটে দিয়েছিলেন নায়িকা।

Kangana Ranaut in Tanu Weds Manu Returns

অনুষ্কা শর্মা, ‘পিকে’ (Anushka Sharma, ‘PK’)- ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন বলি সুন্দরী অনুষ্কা। এই ছবিতে তাঁর সঙ্গেই অভিনয় করেছিলেন আমির খান এবং সুশান্ত সিং রাজপুত। ‘পিকে’ ছবিতেই ছোট চুলে দেখা গিয়েছিল অনুষ্কাকে।

Anushka Sharma in PK

ফতিমা সানা শেখ, ‘দঙ্গল’ (Fatima Sana Shaikh, ‘Dangal’)- আমির খান অভিনীত সুপারহিট ছবি ‘দঙ্গল’এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ফতিমা সানা শেখ। এই ছবিতে অ্যাথলিট গীতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবং সেই চরিত্রের জন্যই চুল কাটতে হয়েছিল অভিনেত্রীকে।

Fatima Sana Shaikh in Dangal

ইয়ামি গৌতম, ‘উরি’ (Yami Gautam, ‘Uri’)- বলিউড অভিনেত্রীদের শর্ট হেয়ার লুকের কথা হবে কিন্তু ইয়ামি গৌতমের নাম থাকবে না এমনটা হয় না। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘উরি’তে ছোট চুলে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য নিজের বড় চুল কেটে দিয়েছিলেন অভিনেত্রী।

Yami Gautam in Uri

প্রিয়াঙ্কা চোপড়া, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (Priyanka Chopra, ‘The Sky Is Pink)- ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত সুরেশ সরাফ এবং জায়রা ওয়াসিম। এই ছবিতেই ছোট চুলে দেখা গিয়েছিল ‘দেশি গার্ল’কে। দর্শকদের তাঁর এই অন্যরকম লুক বেশ পছন্দ হয়েছিল।

Priyanka Chopra short hair in The Sky Is Pink

সান্যা মলহোত্রা, ‘দঙ্গল’ (Sanya Malhotra, ‘Dangal’)- শুধুমাত্র ফতিমার নয়, তালিকায় নাম রয়েছে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সান্যা মলহোত্রারও। এই ছবির মাধ্যমেই বলিউড ডেবিউ হয়েছিল তাঁর।

Sanya Malhotra in Dangalএকদিকে ফতিমা যেমন অভিনয় করেছিলেন গীতা চরিত্রে, তেমনই সান্যাকে দেখা গিয়েছিল গীতার বোন এবং নামী অ্যাথলিট ববিতা ফোগতের চরিত্রে এবং এই চরিত্রে অভিনয়ের জন্যই নিজের চুল কেটে দিয়েছিলেন সান্যা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥