• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে না করেই পেয়েছেন মাতৃসুখ, ৫০ পেরিয়েও কুমারী রয়েছেন এই ৬ বলি অভিনেত্রী

বলিউডে (Bollywood) এমন অনেক অভিনেত্রী (Actress) রয়েছেন যারা কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেছেন। আবার এমনও অনেকে আছেন, যাদের বয়স ৫০ পেরিয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি। আজ বং ট্রেন্ডের পাতায় বলিউডের এমন ৬ অভিনেত্রীর নাম তুলে ধরা হল, যাদের বয়সের হাফ সেঞ্চুরি হয়ে গেলেও সাত পাক ঘোরা হয়নি (Unmarried)।

আমিশা পটেল (Ameesha Patel)- তালিকার প্রথম নামটিই হল বলিউডের নামী অভিনেত্রী আমিশার।‘কহো না প্যায়ার হ্যায়’, ‘গদর’ অভিনেত্রীর বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই হলেও তিনি এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। কয়েকমাস আগে একজন পাকিস্তানি অভিনেতার সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও সেই খবর ভুয়ো বলে উড়িয়ে দেন নায়িকা।

   

Ameesha Patel

তাবু (Tabu)- গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তাবু। অভিনয় করেছেন বহু সুপারহিট ছবিতে। ৫২ বছর বয়সী এই অভিনেত্রীর নাম বহু অভিনেতার সঙ্গে জড়ালেও এখনও অবধি বিয়ে করেননি তিনি। তাবুর কথায়, এখনও অবধি কোনও পারফেক্ট সঙ্গী তিনি পাননি।

Tabu

নাগমা (Nagma)- বলিউডের একসময়কার নামী অভিনেত্রী নাগমা এখন রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ। মাত্র ১৬-১৭ বছর বয়সে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। জানিয়ে রাখু, নাগমার নাম ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গে জড়িয়েছিল। কিন্তু কোনও সম্পর্কই বিয়ের পিঁড়ি অবধি পৌঁছয়নি।

Nagma

সাক্ষী তনওয়ার (Sakshi Tanwar)- হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ হলেন সাক্ষী। ‘কাহানি ঘর ঘর কি’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’র মতো ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। সেই সঙ্গেই ‘দঙ্গল’ ছবিতে সুপারস্টার আমির খানের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাক্ষী। জানিয়ে রাখি, বি টাউনের এই সুন্দরী অভিনেত্রীর বয়স ৫০ পেরিয়ে গেলেও তিনি এখনও সিঙ্গেল। বেশ কয়েক বছর আগে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন সাক্ষী। অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন দিত্যা।

Sakshi Tanwar

সুস্মিতা সেন (Sushmita Sen)- বঙ্গ তনয়া সুস্মিতা সেনের নামও এই লিস্টে রয়েছে। একাধিকবার প্রেমের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেও সুস্মিতা কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। তবে বিয়ে না করলেও পর্দার ‘আরিয়া’ কিন্তু মা হয়ে গিয়েছেন। বহুবছর আগে দুই কন্যা সন্তান, রিনি এবং আলিশাকে দত্তক নিয়েছিলেন তিনি।

Sushmita Sen

অনু আগরওয়াল (Anu Aggarwal)- তালিকার সর্বশেষ নামটি হল ‘আশিকী’ ছবির নায়িকা অনু আগরওয়ালের। একসময় একাধিক পুরুষের রাতের ঘুম ওড়ানো অনু এখনও সিঙ্গেল।

Anu Aggarwal

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ‘আশিকী গার্ল’ অনু। এরপরই বদলে গিয়েছিল তাঁর সম্পূর্ণ জীবন, শেষ হয়ে গিয়েছিল অভিনেত্রীর কেরিয়ার।