• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়া থেকে অঙ্কিতা, শীঘ্রই মা হতে চলেছেন বলিউডের এই ৫ জনপ্রিয় অভিনেত্রী

বলিউডে এখন যেন সুখবরের মরশুম চলছে। কেউ নতুন প্রেমের খবর দিচ্ছেন, আবার কেউ পরিবারে নতুন সদস্য আগমনের। আগেই জানা গিয়েছিল, আলিয়া ভাট এবং সোনম কাপুর মা হতে চলেছেন। তবে শুধু এই দুই অভিনেত্রীই নন, জানা যাচ্ছে, বলিপাড়ার একাধিক জনপ্রিয় অভিনেত্রী (Bollywood actresses) মা হতে চলেছেন। আজ সেই অভিনেত্রীদের নামের তালিকায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

আলিয়া ভাট (Alia Bhatt)- চলতি বছর এপ্রিল মাসে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া। আর বিয়ের দু’মাসের মাথাতেই ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করে পরিবারে  নতুন সদস্য আগমনের সংবাদ জানিয়েছেন অভিনেত্রী।

   

Alia Bhatt pregnancy

সোনম কাপুর (Sonam Kapoor)- অভিনেত্রী সোনম কাপুর মাস এক-দুয়েকের মধ্যেই নিজের প্রথম সন্তানের জন্ম দেবেন। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী। বলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে একটি রোম্যান্টিক পোস্টের মাধ্যমে প্রেগন্যান্সির সুখবর দিয়েছিলেন।

Sonam Kapoor and Anand Ahujaক্যাটরিনা কাইফ (katrina Kaif)- গত বছরের শেষের দিকে ভিকি কৌশলের সঙ্গে সাত পাক ঘোরেন ক্যাটরিনা। এখন শোনা যাচ্ছে, এই তারকা দম্পতির প্রথম সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। সেই কারণেই ক্যাট লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছেন এবং নিজের ও গর্ভের সন্তানের খেয়াল রাখছেন। সোনা যাচ্ছে, শীঘ্রই ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নেবেন তাঁদের পছন্দের ‘ভিকট্রিনা’ জুটি।

Katrina Kaif and Vicky Kaushalভিনি অরোরা (Vinny Arora)- হিন্দি টেলিভিশন দুনিয়ার অভিনেত্রী ভিনি অরোরা এবং তাঁর স্বামী, জনপ্রিয় অভিনেতা ধীরজ ধুপার শীঘ্রই মা-বাবা হতে চলেছেন। বিনোদন দুনিয়ার এই তারকা দম্পতি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের এই সুখবর দিয়েছিলেন।

Vinny Arora and Dheeraj Dhooparঅঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)- হিন্দি টেলিভিশন দুনিয়া এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও মা হতে চলেছেন। বলিপাড়ায় কান পাতলেই এই গুঞ্জন শোনা যাচ্ছে।

Ankita Lokhande and Vicky Jainগত বছর শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ছোট পর্দার অর্চনা।  এবার ছোট্ট সদস্য আসতে চলেছে তাঁদের পরিবারে।