• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শর্মিলা ঠাকুর থেকে হেমা মালিনী, হিন্দু হলেও বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেছেন এই ৬ বলি অভিনেত্রী

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী (Actress) রয়েছেন যাদের ব্যক্তিগত জীবন অনেকটা সিনেমার গল্পের মতোই। কেউ ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছেন, কেউ আবার বিয়ের (Marriage) জন্য ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করেছেন। ভালোবাসা খাঁটি হলে ধর্ম, বর্ণ, বয়স- কোনও কিছুই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা প্রমাণ করে দেখিয়েছেন তাঁরা। চলুন এক ঝলকে এমন ৬ বলি অভিনেত্রীর নামের তালিকা দেখে নেওয়া যাক যারা বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)- সম্ভ্রান্ত ঠাকুর পরিবারের মেয়ে শর্মিলার নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। ১৯৬৮ সালে নবাব পটৌডি মনসুর আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। শোনা যায়, বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অভিনেত্রী। নিজের নাম বদলে রেখেছিলেন বেগম আয়েশা সুলতানা।

   

Sharmila Tagore, Bollywood actresses who accepted Islam for marriage

অমৃতা সিং (Amrita Singh)- শর্মিলার ছেলে সইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতার নামও তালিকায় রয়েছে। শিখ পরিবারে জন্ম হলেও শোনা যায়, সইফকে বিয়ের আগে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন অমৃতা। যদিও সইফ- অমৃতার বিয়ে টেকেনি। ১৩ বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন তারকাজুটি।

Amrita Singh, Bollywood actresses who accepted Islam for marriage

হেমা মালিনী (Hema Malini)- ১৯৭৯ সালে বিবাহিত ধর্মেন্দ্রকে বিয়ে করেছিলেন হেমা মালিনী। দুই তারকারই জন্ম হিন্দু পরিবারে হয়েছিল। তবে হিন্দু ধর্মে একাধিক বিয়ে স্বীকৃত নয়। শোনা যায়, সেই জন্য বিয়ের আগে ধর্ম পরিবর্তন করেন ধর্মেন্দ্র এবং হেমা। ইসলাম গ্রহণ করার পর নাম রাখেন ‘দিলাওয়ার’ এবং ‘আয়েশা’।

Hema Malini, Bollywood actresses who accepted Islam for marriage

আয়েশা টাকিয়া (Ayesha Takia)- ‘টারজান দ্য ওয়ান্ডার কার’, ‘ওয়ান্টেড’ নায়িকা আয়েশাও বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেছেন। এই বলি অভিনেত্রীর মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান এবং বাবা ছিলেন হিন্দু। ফারহান আজমিকে বিয়ের আগে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে শোনা যায়।

Ayesha Takia, Bollywood actresses who accepted Islam for marriage

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)- বলিউডের ‘ড্রামা ক্যুইন’ রাখি দ্বিতীয়বার বিয়ের সময় ধর্ম পরিবর্তন করেছিলেন। প্রেমিক আদিলের সঙ্গে সংসার শুরুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। নিজের নাম রেখেছিলেন ‘ফাতিমা’। যদিও দুর্ভাগ্যবশত রাখির এই বিয়েও কিছুদিনের মধ্যেই ভেঙে যায়।

Rakhi Sawant, Bollywood actresses who accepted Islam for marriage

দীপিকা কক্কর ইব্রাহিম (Dipika Kakar Ibrahim)- ‘শ্বশুরাল সিমর কা’ খ্যাত দীপিকার নামও তালিকায় রয়েছে। হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী প্রথম রৌনক স্যামসনকে বিয়ে করেছিলেন। তিনি পেশায় পাইলট ছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়।

Dipika Kakar Ibrahim, Bollywood actresses who accepted Islam for marriage

এরপর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা এবং নিজের নাম বদলে রাখেন ‘ফায়জা’। সম্প্রতি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।