• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হেরা ফেরি’ ছবির লক্ষী চিটফান্ডের অঞ্জলিকে মনে আছে? অভিনয় ছেড়ে এখন এই হালে আছেন অভিনেত্রী

বলিউডের নামী অভিনেত্রী রিমি সেনকে (Rimi Sen) কে না চেনে। নিজের অভিনয় গুণের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। এই বাঙালি নায়িকাকে একসময় বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হতো। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

একসময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করা এই অভিনেত্রী এখন অভিনয়কে বিদায় জানিয়েছেন। বেশ কয়েক বছর হয়ে গেল রিমিকে বড় পর্দায় দেখা যায় না। তাঁকে বেশ মিস করেন অনুরাগীরা। তবে সম্প্রতি রিমির বেশ কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যা দেখে চমকে গিয়েছে নেটিজেনরা। কারণ, একেবারে বদলে গিয়েছে অক্ষয় কুমারের নায়িকার লুক (Look)।

   

Akshay Kumar and Rimi Sen

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাঙ্গামা’র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রিমি। বক্স অফিসে বেশ হিট হয়েছিল সিনেমাটি। এরপর ‘গরম মশলা’, ‘ফির হেরা ফেরি’, ‘ধুম’, ‘বাগবান’, ‘দিওয়ানে হুয়ে পাগল’এর মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন এই নায়িকা। এরপর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ৮’এও অংশগ্রহণ করেছিলেন এই বঙ্গ তনয়া।

Rimi Sen new look

বলিউডের এই নামী বাঙালি অভিনেত্রী রাজনীতির দুনিয়াতেও পরিচিত মুখ। বিজেপির প্রাক্তন তারকা প্রচারক ছিলেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন রিমি। এরপর থেকেই ফের অনুরাগীদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি। আর বলাই বাহুল্য, বেশ ভাইরাল হয়েছে রিমির বেশ কিছু ছবি। সেখানে দেখা গিয়েছে এক্কেবারে বদলে গিয়েছে নায়িকার লুক।

Rimi Sen new look

রিমি বলিউড থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন। অভিনেত্রী এই প্রসঙ্গে একবার বলেছিলেন, ‘সিনেমায় গ্ল্যামারাস পুতুলের চরিত্রে অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। যখন তোমাকে গ্ল্যামারাস পুতুলের মতো ব্যবহার করা হয়, তখন খুব বিরক্ত লাগে। তোমাকে বলা হবে, পিছনে গিয়ে নকল কান্না কাঁদো, আর সামনে অভিনয় করবেন নায়ক। আমি কমেডি ছবিতে ফার্নিচার হতে হতে হাঁপিয়ে উঠেছিলাম’।

জানিয়ে রাখা প্রয়োজন, বাঙালি এই অভিনেত্রীর আসল নাম শুভমিত্রা। সামাজিক মাধ্যমেও সেই নামেই প্রোফাইল রয়েছে তাঁর। প্রচুর ফলোয়ারও রয়েছেন রিমির।