বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা বিতর্কে জড়িয়ে কলঙ্কিত হয়েছেন। অনেকে তো জেল (Jail) অবধি খেটেছেন। কেউ দেহব্যবসা করে শ্রীঘরে গিয়েছিলেন, কারোর বিরুদ্ধে আবার উঠেছিল কালোবাজারি করার অভিযোগ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমন ৫ বলিউড অভিনেত্রীর (Bollywood Actress) নাম যারা নিজের দোষে জেলের হাওয়া খেয়েছেন।
মধুবালা (Madhubala)- বলিউড ইন্ডাস্ট্রির একসময়কার অত্যন্ত নামী অভিনেত্রী ছিলেন মধুবালা। একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। যদিও পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে ছবি না করার অভিযোগ উঠেছিল। শোনা যায়, প্রযোজকের অগ্রিম টাকা মধুবালা ফেরত দেননি। সেই জন্য তাঁর বিরুদ্ধে প্রযোজক মামলা করে দিয়েছিলেন। যে কারণে অভিনেত্রীকে বেশ কয়েকদিন জেল খাটতে হয়েছিল।
সোনালি বেন্দ্রে (Sonali Bendre)- বলিউডের নামী অভিনেত্রী সোনালি বেন্দ্রে একসময় একটি হলুদ রঙের কুর্তা পরে ফটোশ্যুট করেছিলেন। সেই কুর্তায় লেখা ছিল ‘ওম নমঃ শিবায়’। যে কারণে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার দরুন সোনালিকে বেশ কিছুদিন জেল খাটতে হয়েছিল।
মনিকা বেদী (Monica Bedi)- ২০০২ সালে প্রেমিক আবু সালেমের সঙ্গে কালোবাজারির ব্যবসা করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন মনিকা। দু’জনেই শাস্তি পেয়েছিলেন। তবে এই বিতর্ক কোথাও গিয়ে মনিকার জন্য শাপে বর হয়েছিল। এই বিতর্কে জড়ানোর পর ‘বিগ বস ২’ থেকে একাধিক সিরিয়ালে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি।
শ্বেতা বসু প্রসাদ (Shweta Basu Prasad)- জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের নাম পতিতাবৃত্তির সঙ্গে জড়িয়েছিল। সেই কারণে ২ মাস রেসকিউ হোমে কাটাতে হয়েছিল তাঁকে। যদিও পরবর্তীকালে অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত নন। বরং একটি অ্যাওয়ার্ড শোয়ে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। শ্বেতা দাবি করেছিলেন, তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন মাত্র।
মমতা কুলকার্নি (Mamta Kulkarni)- বলিউডের একসময়কার অত্যন্ত নামী অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। যদিও এখন তাঁকে সেভাবে পর্দায় দেখা যায় না। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রীও জেল খেটেছেন।
বেশ কয়েক বছর আগে, মমতা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছিল। এই কারণে অভিনেত্রীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল।