বলিউড (Bollywood) অনেকের কাছেই স্বপ্নের মত। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের যে শুধু খ্যাতি রয়েছে তাই নয়। বলিউডের অভিনয়ের জেরে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন অনেক অভিনেতা অভিনেত্রী। এক এক জনের সম্পত্তির পরিমান হয়ত কয়েক হাজার কোটিতে। ছবির মতোই জৌলুষময় তাদের জীবনযাপনের ধরন।
বলিউডের অভিনেত্রী বলতে আমরা বুঝি ঐশ্বর্য রাই (Aishwarya Rai), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) , কারিনা কাপুর (Kareena Kapoor), দীপিকা পাডুকোন (Deepika Padukone) এদের মত বিখ্যাত অভিনেত্রীদের। এই সমস্ত অভিনেত্রীরা ছবিতে অভিনয়ের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পান। তবে এই অভিনেত্রীরা ছাড়াও এমন এক অভিনেত্রী রয়েছেন যিনি বলিউডের ধনী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এককথায় রাজকীয় জীবন যাপন করেন তিনি। আসুন জেনে নিই এই অভিনেত্রী ও তার ব্যয় বহুল জীবনযাপনের সম্পর্কে কিছু তথ্য।
বলিউডের এই সুন্দরী ও ধনী অভিনেত্রী হলেন, সানি লিওনি। প্রথম জীবনে পর্ন তারকা ছিলেন , কিন্তু শেষে সেসব ছেড়ে বলিউডে আসার সিদ্ধান্ত নেন। অভিনেত্রী ২০১২ সালে প্রথম ‘জিসম ২’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। এর পর থেকে একেরপর এক ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। যার ফলে কোনোদিন পিছন ফায়ার তাকাতে হয়নি অভিনেত্রীকে। আইটেম গানে নাচ থেকে শুরু করে বোল্ড দৃশ্যে অভিনেত্রীর জুড়ি মেলা ভার। তাই অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে।
তবে, জানেন কি বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে বেশি সম্পত্তি রয়েছে তার। রাজকীয় জীবনযাপন করেন অভিনেত্রী। ভারতে তো ভারতের বাইরে সুদূর আমেরিকাতেও ১০০ কোটি টাকার বাড়ি রয়েছে সানির। যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব প্রাইভেট জেট। শুধু যে বলিউড ছবি তাই নয়, বিভিন্ন কসিটিক্স এর বিজ্ঞাপন থেকেও বিপুল টাকা আয় করেন অভিনেত্রী।