বলিউড তারকাদের (Bollywood Actress) ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষদের কম আগ্রহ নেই। তাঁদের পার্সোনাল লাইফে কী চলছে না চলছে তা নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। কে কখন বিয়ে করছে, কে কখন মা (Pregnant) হচ্ছে, সব কিছু জানা চাই তাঁদের। সম্প্রতি যেমন বিয়ের তিন মাসের মাথায় প্রেগন্যান্সির খবর দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এক বলি নায়িকা।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের দুই নামী অভিনেত্রী কিয়ারা আডবানী এবং স্বরা ভাস্কর (Swara Bhasker)। প্রথমজন রাজকীয়ভাবে সাত পাক ঘুরেছিলেন, দ্বিতীয়জন ছিমছিমভাবে গাঁটছড়া বেঁধেছিলেন। এবার সেই স্বরাই জানালেন, শীঘ্রই মা হতে চলেছেন তিনি। মঙ্গলবার সমাজমাধ্যমে ছবি শেয়ার করে একথা জানিয়েছেন বলি অভিনেত্রী।
গত ফেব্রুয়ারি মাসে পরিবার পরিজন এবং কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন স্বরা। তাঁর স্বামী সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। একদিকে যেমন তাঁদের বিয়ের প্রশংসা করেছিলেন অনেকে, তেমনই আবার অনেকেই ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার জন্য অনেকে কটাক্ষও করেছিলেন অভিনেত্রীকে।
নিন্দুকদের খারাপ কথাকে পাত্তা না দিয়ে বিয়ের পর থেকে সুখে সংসার করছেন স্বরা-ফাহাদ। এবার তাঁদের পরিবারেই আসতে চলেছে ছোট্ট অতিথি। মা হতে চলেছেন ‘বীরে দি ওয়েডিং’, ‘তনু ওয়েডস মনু’ খ্যাত এই বলি নায়িকা।
মঙ্গলবার ফাহাদের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে স্বরা লিখেছেন, ‘কখনও কখনও প্রার্থনায় সাড়া পাওয়া যায়। আমরা খুব খুশি। সেই সঙ্গেই কৃতজ্ঞ, ধন্য, উত্তেজিত (আবার কোনও ধারণাও নেই)’। স্বরার এই পোস্ট দেখার পর অনেকে যেমন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তেমনই আবার অনেকে কটাক্ষও করেছেন।
Sometimes all your prayers are answered all together! Blessed, grateful, excited (and clueless! ) as we step into a whole new world! ?❤️✨?? @FahadZirarAhmad #comingsoon #Family #Newarrival #gratitude #OctoberBaby pic.twitter.com/Zfa5atSGRk
— Swara Bhasker (@ReallySwara) June 6, 2023
একাধিক নেটিজেন যেমন দাবি করেছেন, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন স্বরা। সেই জন্যই তড়িঘড়ি করে বিয়ে সেরেছিলেন। কারোর আবার দাবি, এই জন্যই ফেব্রুয়ারি মাসে বিয়ে করার পর থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। তবে নিন্দুকেরা যাই বলুক না কেন, স্বরা এবং ফাহাদ যে নিজেদের জীবনের এই পর্যায় চুটিয়ে উপভোগ করছেন তা তাঁদের পোস্ট দেখেই পরিষ্কার।