• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ৩ মাসের মাথায় মা হচ্ছেন এই বলিউড অভিনেত্রী! ছবি শেয়ার করতেই শুভেচ্ছার ঢল নেটপাড়ায়

Published on:

Swara Bhasker,Fahad Ahmed,pregnant,Bollywoood,actress,Bollywood actress,entertainment,Swara Bhasker pregnant,স্বরা ভাস্কর,ফাহাদ আহমেদ,গর্ভবতী,বলিউড,অভিনেত্রী,বলিউড অভিনেত্রী,স্বরা ভাস্কর গর্ভবতী,স্বরা ভাস্কর প্রেগন্যান্ট,প্রেগন্যান্ট,বিনোদন,Swara Bhasker Fahad Ahmed,স্বরা ভাস্কর ফাহাদ আহমেদ

বলিউড তারকাদের (Bollywood Actress) ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষদের কম আগ্রহ নেই। তাঁদের পার্সোনাল লাইফে কী চলছে না চলছে তা নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। কে কখন বিয়ে করছে, কে কখন মা (Pregnant) হচ্ছে, সব কিছু জানা চাই তাঁদের। সম্প্রতি যেমন বিয়ের তিন মাসের মাথায় প্রেগন্যান্সির খবর দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এক বলি নায়িকা।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের দুই নামী অভিনেত্রী কিয়ারা আডবানী এবং স্বরা ভাস্কর (Swara Bhasker)। প্রথমজন রাজকীয়ভাবে সাত পাক ঘুরেছিলেন, দ্বিতীয়জন ছিমছিমভাবে গাঁটছড়া বেঁধেছিলেন। এবার সেই স্বরাই জানালেন, শীঘ্রই মা হতে চলেছেন তিনি। মঙ্গলবার সমাজমাধ্যমে ছবি শেয়ার করে একথা জানিয়েছেন বলি অভিনেত্রী।

Swara Bhasker, Swara Bhasker wedding, Swara Bhasker first night, Swara Bhasker suhag raat

গত ফেব্রুয়ারি মাসে পরিবার পরিজন এবং কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন স্বরা। তাঁর স্বামী সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। একদিকে যেমন তাঁদের বিয়ের প্রশংসা করেছিলেন অনেকে, তেমনই আবার অনেকেই ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার জন্য অনেকে কটাক্ষও করেছিলেন অভিনেত্রীকে।

নিন্দুকদের খারাপ কথাকে পাত্তা না দিয়ে বিয়ের পর থেকে সুখে সংসার করছেন স্বরা-ফাহাদ। এবার তাঁদের পরিবারেই আসতে চলেছে ছোট্ট অতিথি। মা হতে চলেছেন ‘বীরে দি ওয়েডিং’, ‘তনু ওয়েডস মনু’ খ্যাত এই বলি নায়িকা।

Swara Bhasker, Swara Bhasker pregnant

মঙ্গলবার ফাহাদের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে স্বরা লিখেছেন, ‘কখনও কখনও প্রার্থনায় সাড়া পাওয়া যায়। আমরা খুব খুশি। সেই সঙ্গেই কৃতজ্ঞ, ধন্য, উত্তেজিত (আবার কোনও ধারণাও নেই)’। স্বরার এই পোস্ট দেখার পর অনেকে যেমন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তেমনই আবার অনেকে কটাক্ষও করেছেন।


একাধিক নেটিজেন যেমন দাবি করেছেন, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন স্বরা। সেই জন্যই তড়িঘড়ি করে বিয়ে সেরেছিলেন। কারোর আবার দাবি, এই জন্যই ফেব্রুয়ারি মাসে বিয়ে করার পর থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। তবে নিন্দুকেরা যাই বলুক না কেন, স্বরা এবং ফাহাদ যে নিজেদের জীবনের এই পর্যায় চুটিয়ে উপভোগ করছেন তা তাঁদের পোস্ট দেখেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥