মডেলিং, অভিনয় হোক বা ব্যবসা- বঙ্গ তনয়া সুস্মিতা সেন (Sushmita Sen) এমন একজন ব্যক্তিত্ব যিনি সব ভূমিকাতেই অত্যন্ত সফল। মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতার পর বলিউডে (Bollywood) পা রাখেন এই বঙ্গ তনয়া। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।
অভিনয় জগতে সাফল্য লাভের পর নিজস্ব ব্যবসা খোলেন সুস্মিতা। সেখানেও সফল হন তিনি। পর্দার ‘আরিয়া’ কেরিয়ারের নিরিখে অত্যন্ত সফল। তবে কর্মজীবনে এতকিছু পেলেও, প্রেম জীবনে (Love Life) কিন্তু বারবার কষ্ট পেয়েছেন সুস্মিতা। ৪৭ বছরের জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই ছাদনাতলা অবধি গড়ায়নি।
অভিনেতা, পরিচালক মডেল থেকে শুরু করে ক্রিকেটার- একাধিক দুনিয়ার তারকার সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার। তবে কোনও সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়নি। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির শ্যুটিংয়ের সময় বিক্রম ভাটের কাছাকাছি এসেছিলেন অভিনেত্রী। কিন্তু কিছু সময়ের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক।
এরপর পাকিস্তানের নামী ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গে এই বঙ্গ তনয়ার প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে। সেই সম্পর্ক ভাঙার পর পরিচালক মুদাসসর আজিজের সঙ্গে নাম জড়ায় তাঁর। কিন্তু দুই সম্পর্কের মধ্যে কোনোটাই টেকেনি। প্রেমে বারবার মন ভাঙলেও একবার শোনা গিয়েছিল, ব্যবসায়ী সঞ্জয় নারঙ্গকে বিয়ে করতে চেয়েছিলেন সুস্মিতা। কিন্তু সেই বঙ্গ তনয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি।
এরপর প্রযোজক ইমতিয়াজ খত্রি থেকে শুরু করে সেলিব্রিটি ম্যানেজার বান্টি সচদেব হয়ে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর সঙ্গে নাম জড়ায় সুস্মিতার। তবে অভিনেত্রীর প্রত্যেকটি সম্পর্ক ভেঙে যায়। এখন আবার শোনা যাচ্ছে, প্রাক্তন প্রেমিক তথা মডেল রহমান শলের সঙ্গে প্রেম করছেন তিনি।
৪৭ বছর বয়সী সুস্মিতা এখনও বিয়ে না করলেও তাঁর কিন্তু দুই মেয়ে রয়েছে। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন তিনি। সেই সময় রেনের বয়স ছিল মাত্র ৬ মাস। এরপর ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন এই বঙ্গ তনয়া। ইতিমধ্যেই বলিউড ডেবিউ করে ফেলেছেন সুস্মিতা-কন্যা রেনে। মায়ের দেখানো পথে হেঁটে অভিনয়কে বেছে নিয়েছেন তিনি।