• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের ফাঁকেই ছেলেকে খাওয়াচ্ছেন বুকের দুধ, ‘সব করতে রাজি’! স্পষ্ট বক্তব্য ‘মা’ সোনাম কাপুরের

Published on:

Bollywood actress Sonam Kapoor opens up about her pregnancy, natural delivery and brestfeeding

বলিউডে (Bollywood) এখন যেন সুখবরের মরসুম চলছে। একের পর এক মা হচ্ছেন বলিউডের সব শীর্ষস্থানীয় অভিনেত্রীরা (Bollywood actress)। সোনম কাপুর, আলিয়া ভাট, দেবিনা ব্যানার্জির পর সন্তান প্রসব করেছেন বিপাশা বসু। এবার আবার শোনা যাচ্ছে, বলি অভিনেতা বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশাও অন্তঃসত্ত্বা। নতুন মা হওয়া সব বলি অভিনেত্রীরা আপাতত নিজেদের সন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন। ব্যতিক্রম নন সোনম কাপুরও (Sonam Kapoor)।

গত ২০ আগস্ট মা হয়েছেন অনিল কাপুরের কন্যা। এরপর থেকে ছেলে বায়ুকে নিয়েই সময় কাটছে তাঁর। এক কথায় দম ফেলার ফুরসত নেই এই বলি অভিনেত্রীর। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় যেমন নিজের মেক আপ করার ভিডিও শেয়ার করেছিলেন সোনম। সেখানে দেখা গিয়েছিল, সাজতে বসেও ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছেন অভিনেত্রী।

Sonam Kapoor and Anand Ahuja with their son

গত রবিবার দুপুরে যেমন নিজের মাতৃত্বকালীন সফর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলি সুন্দরী। পাশাপাশি নতুন মায়েদের বেশ কিছু টিপসও দেন সোনম। কীভাবে সন্তান প্রসব করেছেন, এখন কীভাবে নিজের ও ছেলের খেয়াল রাখছেন সব কিছুর ব্যাপারে খুঁটিনাটি নানান তথ্য শেয়ার  করেন অনিল কন্যা।

ইনস্টাগ্রাম স্টোরিতে সোনম লেখেন, ‘আমার প্রসবের এই সফর একেবারে ভিন্ন ছিল। আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম প্রাকৃতিক উপায়ে নিজের সন্তানের জন্ম দেব। বাইরে থেকে ঠিক যতখানি সাহায্য না নিলেই নয়, তার চেয়ে বেশি আমি নিতে চাইনি। সেই জন্য আমি ডাক্তার গৌরা মোথার বই ‘জেন্টল বার্থ মেথড’এর সাহায্য নিয়েছিলাম’।

Sonam Kapoor on her pregnancy

সোনমের সংযোজন, ‘আমি প্রাকৃতিক উপায়ে (ন্যাচারাল ডেলিভারি) সন্তান জন্ম দিয়েছিল এবং সহজেই বায়ুকে স্তন্যপানও করাচ্ছি’। পাশাপাশি অভিনেত্রী এও জানান, প্রসবের পর মায়েদের শরীরে যে স্ট্রেচমার্ক দেখা যায় সেটিও তাঁর শরীরে নেই। এই বিষয়ে বলি অভিনেত্রী লিখেছেন, ‘আমার শরীরে একমাত্র লিনিয়া নায়গ্রা (গর্ভাবস্থাকালীন রেখা) ছাড়া আর কোনও স্ট্রেচমার্ক নেই। আমি প্রচুর প্রোটিন জাতীয় খাবার খেয়েছি, ভিটামিন সি ও কোলাজেন পান করেছি’।

অনিল কন্যা সোনম বি টাউনের অন্যতম ফিট অভিনেত্রীদের মধ্যে একজন। তবে সন্তান প্রসবের পর নিজের শরীরে হওয়া পরিবর্তন লুকিয়ে রাখেননি তিনি। মাতৃত্বের এই সফর চুটিয়ে উপভোগ করছেন তিনি। অপরদিকে যদি সোনমের কাজের দিক থেকে বলা হয়, তাহলে তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘একে ভার্সেস একে’ ছবিতে। এরপর অভিনেত্রীকে ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥