• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউড ডুবলেও দিন দিন বাড়ছে তারকাদের অহংকার! জয়ার পর এবার সাংবাদিকদের অপমান শিল্পা শেট্টির

Published on:

Bollywood actress Shilpa Shetty loses her calm at paparazzi, watch video

বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে সাংবাদিকদের আদায় কাঁচকলায় সম্পর্কের কথা কারোর অজানা নয়। বহুবার প্রকাশ্যে পাপারাৎজিকে একহাত নিয়েছেন অমিতাভ বচ্চনের ঘরণী। গত মাসেই যেমন সাংবাদিকদের শাপশাপান্ত করে এবং দিওয়ালির সময় সাংবাদিকদের বাড়ি থেকে তাড়া করে বের করে দিয়ে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে এবার জয়া নন, বরং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)।

সম্প্রতি মুম্বইয়ের একটি নামী পাপারাৎজির (Paparazzi) অ্যাকাউন্ট থেকে শিল্পার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, আচমকাই ছবি শিকারীদের ওপর মেজাজ হারান তিনি। রেগে গিয়ে অভিনেত্রী বলেন, ‘মুখে ঢুকে ছবি তুলবে নাকি?’

Shilpa Shetty (2)

শিল্পার সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি বিল্ডিং থেকে বেরোচ্ছেন তিনি। তাঁর পরনে ছিল ধূসর রঙের একটি ট্রাউজার প্যান্ট এবং কালো রঙের একটি টি-শার্ট। বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে প্রথমে হাসেন অভিনেত্রী। বলি সুন্দরীকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ ভালো মুডেই রয়েছে। কিন্তু হঠাৎই মেজাজ হারান তিনি।

আচমকাই ছবি শিকারিদের ক্যামেরার সামনে এসে শিল্পা বলেন, ‘মুখে ঢুকে ছবি তুলবে নাকি?’ পাপারাৎজিকে ধমক দিয়ে গাড়িতে ওঠার সময় মাথায় টোকাও খান অভিনেত্রী। শেষে অবশ্য ‘বাই’ বলে চলে যান তিনি। তবে অভিনেত্রীর সাংবাদিকদের উদ্দেশে করা ওই একটি মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেনি নেটিজেনদের একটি বড় অংশ।

Shilpa Shetty angry on paparazzi

একজন শিল্পার মাথায় টোকা খাওয়ার বিষয়টিকে উল্লেখ করে লিখেছেন, ‘সঙ্গে সঙ্গে ফল ভোগ করলেন’। আর একজন আবার লিখেছেন, ‘ওভার অ্যাক্টিং’। তবে অনেকের আবার অভিনেত্রীর এই ব্যবহার বেশ ভালোলেগেছে। একজন যেমন লিখেছেন, ‘উনি সত্যিই কী মজার মানুষ’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শিল্পার কাজের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে অভিমন্যু দাসানি ও শার্লি শেটিয়ার সঙ্গে ‘নিকম্মা’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর রোহিত শেট্টি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এ দেখা যাবে অভিনেত্রীকে। এর মাধ্যমেই ওটিটি’তেও ডেবিউ করবেন তিনি। এছাড়াও শিল্পার হাতে ‘সুখী’ রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥