• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হোটেলে একসাথে ‘ধরা পড়লেন’ শুভমন-সারা! ‘গোপন’ ভিডিও প্রকাশ্যে আসতেই হৈচৈ নেটপাড়ায়

Updated on:

Bollywood actress Sara Ali Khan spotted with Indian cricketer Shubman Gill in a hotel, watch video

বলিউড অভিনেত্রী (Bollywood actress) সারা আলি খানের (Sara Ali Khan) ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা লেগেই থাকে। তিনি এমন একজন ব্যক্তিত্ব যার কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করা হয়। সম্প্রতি যেমন ভারতের জাতীয় দলের ক্রিকেটার (Indian cricketer) শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে বলি সুন্দরীর প্রেম নিয়ে চর্চা চরমে উঠেছে।

সইফ আলি খানের কন্যা সারার নাম অতীতে একাধিক বলি অভিনেতার সঙ্গে জড়িয়েছেন। কেরিয়ারের শুরুতেই শোনা গিয়েছিল ‘কেদারনাথ’ ছবির সহ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনেত্রীর প্রেম ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। চলতি বছর পর আবার ‘কফি উইথ করণ’এ এসে বলেছিলেন সাউথের অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বেশ ভালোলাগে তাঁর।

Sara Ali Khan

তবে বিজয়কে ভালোলাগলেও সারা এখন মজেছেন ভারতীয় ক্রিকেটার শুভমনের প্রেমে। অন্তত সম্প্রতি প্রকাশ্যে আসা তাঁদের একটি ভিডিও তো সেকথাই বলছে। জানিয়ে রাখি, দিন কয়েক আগে নেটপাড়ায় শুভমন-সারার হোটেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে আবার নেটিজেনদের একাংশ কটাক্ষও করেছেন।

সারা এবং শুভমনের হোটেলের ‘গোপন’ ভিডিও ফাঁস হতেই দু’জনের প্রেমে একপ্রকার শিলমোহর দিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন যে, এই ‘গোপন’ ভিডিওই প্রমাণ যে সইফ কন্যা ঠিক কতখানি মজেছেন শুভমনের প্রেমে।

Sara Ali Khan and Shubman Gill

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সারা-শুভমনের সেই ভিডিওয় দেখা যাচ্ছে, কেকেআরের প্রাক্তন ক্রিকেটার এবং সারাকে একইসঙ্গে হোটেলে দেখা গিয়েছে। শুভমনের মুখ স্পষ্ট না দেখা গেলেও, নেটিজেনদের একাংশ তাঁকে সাইড থেকে দেখেই নিশ্চিত হয়ে গিয়েছেন।

সারার কাজের দিক থেকে বলা হলে, সইফ কন্যা ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন। এরপর ‘কুলি নম্বর ১’, ‘আতরঙ্গী রে’সহ বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। সারাকে এরপর ভিকি কৌশলের বিপরীতে লক্ষ্মণ উতেকারের আগামী ছবিতে দেখা যাবে। এছাড়াও সইফ কন্যার হাতে ‘গ্যাসলাইট’ নামেও একটি ছবি রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥