বলিউডের (Bollywood) এভারগ্রিন অভিনেত্রী রেখাকে (Rekha) নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা-আলোচনার অন্ত নেই। তাঁর কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেমের কথা একসময় ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। যদিও আজকের এই প্রতিবেদনটি রেখাকে নিয়ে নয়, বরং তাঁর ছোট বোন (Rekha Sister) রাধাকে (Radha Ganesan) নিয়ে।
রেখার প্রেম জীবন নিয়ে প্রচুর চর্চা হলেও তাঁর ভাই বোনদের কথা অনেকেই জানেন না। জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীর মোট ৬ বোন এবং ১ ভাই রয়েছে। রেখার বাবা তথা অভিনেতা জেমিনি গণেশন মোট ৩টি বিয়ে করেছেন। রেখার মা হলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় পক্ষে দুই মেয়ে রয়েছে অভিনেতার, রেখা এবং রাধা (Rekha Sister Radha)।
রেখার ছোট বোন রাধা সৌন্দর্যের দিক থেকে নিজের দিদির থেকে কোনও অংশে কম যান না। অনেকেই জানেন না, বলিউড অভিনেত্রীর ছোট বোন একসময়কার নামী মডেল এবং অভিনেত্রী ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রচুর নামী ম্যাগাজিনের হয়ে মডেলিং করেছেন তিনি। সেই সঙ্গেই বেশ কয়েকটি তামিল ছবিতেও অভিনয় করেছেন রাধা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজ কাপুরের ব্লকবাস্টার সিনেমা ‘ববি’তে নায়িকা হিসেবে প্রথমে রাধারই থাকার কথার ছিল। ঋষি কাপুরের নায়িকা হিসেবে রেখার বোনকেই নাকি কাস্ট করতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু কোনও কারণ বশত সেটা হয়ে ওঠেনি। এরপর সেই চরিত্রে ডিম্পল কাপাডিয়াকে নেওয়া হয়। ‘ববি’তে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান অভিনেত্রী।
অপরদিকে ১৯৮১ সালে বিয়ে করে নেন রেখার ছোট বোন। ছোটবেলার বন্ধু ওসমান সইদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রাধা। দক্ষিণী ইন্ডাস্ট্রির নামী পরিচালক এস এম আব্বাসের ছেলে হলেন ওসমান। তাঁকে বিয়ে করে আমেরিকায় চলে যান রাধা।
বিয়ের পর ওসমান এবং রাধার ঘর আলো করে আসে দুই ফুটফুটে ছেলে। এখন অবশ্য রেখার দুই বোনপোরই বিয়ে হয়ে গিয়েছে। স্বামী, দুই ছেলে এবং ছেলের বৌদের নিয়ে সুখে সংসার করছেন রাধা। গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে চুটিয়ে নিজের সাংসারিক জীবন উপভোগ করছেন তিনি।