বলিউড (Bollywood) অভিনেত্রী রেখা (Rekha) এবং বিনোদ মেহরার (Vinod Mehra) সম্পর্ক নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। রেখা এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের ব্যক্তিগত জীবনের জন্য বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিনোদ মেহরা- একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে দুর্ভাগ্যবশত, জীবনে একাধিক প্রেম কোনও সম্পর্কই পূর্ণতা পায়নি।
নিজের জীবনে রেখা বহুবার বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন। তা সে অমিতাভ হোক বা বিনোদ। প্রথমজনের সঙ্গে প্রেম বেশিদিন টেকেনি। তবে দ্বিতীয়জনের সঙ্গে সাত পাক (Marriage) ঘুরেছিলেন অভিনেত্রী। স্বামী নিয়ে সুখে সংসার করার আশা নিয়ে শ্বশুরবাড়িও গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেন অভিনেতার মা (Vinod Mehra Mother)! ঠিক কী হয়েছিল সেদিন? আজ সেই কাহিনীই তুলে ধরা হল।
বিনোদ মেহরা নিজের জীবনে মোট ৪বার বিয়ে করেছিলেন। প্রথমে মায়ের দেখা মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। প্রথম স্ত্রীকে বিচ্ছেদ দিয়ে এরপর অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে বিয়ে করেন অভিনেতা। তবে বিনোদের কেরিয়ারের গ্রাফ নিম্নগামী হতেই বিন্দিয়া তাঁকে ছেড়ে চলে যান।
শোনা যায়, বিন্দিয়াকে ফেরানোর প্রচুর চেষ্টা করেছিলেন বিনোদ। কিন্তু তিনি ফেরেননি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় বিয়ে ভাঙার পর রেখার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন বিনোদ। কিন্তু বলি অভিনেত্রীকে একেবারেই পছন্দ ছিল না অভিনেতার মায়ের। রেখা বিয়ের পর যখন শ্বশুরবাড়ি গিয়েছিলেন, সেই সময় অভিনেত্রীকে জুতো দিয়ে মারতে গিয়েছিলেন বিনোদের মা।
শাশুড়ি মায়ের থেকে এমন ব্যবহার একেবারেই আশা করেননি রেখা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, এই ঘটনার পর রেখা এবং বিনোদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। বিয়ের পর কিছু সময় একসঙ্গে ছিলেন তাঁরা। তবে বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা।
রেখার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিনোদ ফের একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। অভিনেতার চতুর্থ স্ত্রীয়ের নাম হল কিরণ মেহরা। তবে এবারও খুব বেশিদিন সংসার করতে পারেননি তিনি। মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।