বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকাটা বেশ লম্বা। কিন্তু হলে কী হবে! ইন্ডাস্ট্রিতে এমন অভিনেত্রীর সংখ্যা খুবই কম যারা বয়সের সমস্ত মিথ ভেঙেচুড়ে দিয়ে বছরের পর বছর রয়ে গিয়েছেন একই রকম সুন্দরী। অনন্তকাল যাবৎ ধরে রেখেছেন নিজেদের রূপ যৌবন। হিন্দি সিনেমা জগতের এমনই একজন ‘এজলেস বিউটি’ হলেন আমাদের সকলের প্রিয় বর্ষীয়ান অভিনেত্রী রেখা জি (Rekha)।
ইন্ডাস্ট্রির সমস্ত প্রজন্ম অভিনেতা অভিনেত্রীদের সাথে বরাবরই সদ্ভাব বজায় রেখে চলেন অভিনেত্রী। সকলের সাথেই মেশেন বন্ধুর মতো। যে কোনো বয়সের অভিনেতা অভিনেত্রীদের এক নিমেষে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার মধ্যে। আর এই কারণেই তিনি আর পাঁচজন তথাকথিত সেলিব্রেটি দের তুলনায় একেবারে আলাদা তিনি।
তাই যেকোনো সময়,যে কোন জায়গায় ‘হাঁটুর বয়সি’ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা হলেই কখনও জড়িয়ে ধরেন আবার কখনও, দু’হাতে গাল ধরে কপালে আদর, এমনটা হামেশাই করে থাকেন তিনি।তবে এই আন্তরিকতার কারণেই একসময় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রেখা। সন্তানসম অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী।
এমনিতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের একাধিক ছবি ভাইরাল হতে দেখা যায়। তেমনই একবার এক অনুষ্ঠানে রেখার সঙ্গে দেখা হয়েছিল বলিউডের অন্যতম হ্যান্ডসাম হিরো হৃতিক রোশনের (Hrithik Roshan)। শ্যুটিং ফ্লোরের বাইরে সেই হঠাৎ দেখায় বেজায় খুশি হয়েছিলেন দু’জনেই। স্বভাবতই পরম স্নেহে হৃতিককে চুম্বন করতে এগিয়ে আসেন রেখা।
কিন্তু সেসময় হৃতিককে আলিঙ্গনের পর ভুলবশত তাঁর কপালের পরিবর্তে ঠোঁটের সামান্য নীচে চুম্বন করে ফেলেন অভিনেত্রী। আর মুহুর্তের মধ্যে সেই ছবি হয়ে যায় ক্যামেরা বন্দী। সেই ছবি ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। ‘ছেলের বয়সি’ হৃত্বিকের সাথে নাম জড়িয়ে ব্যাপক তুলোধোনা করা হয় অভিনেত্রীকে।