• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যামেরার সামনেই সঙ্গমে লিপ্ত, এই অভিনেতার সাথে উত্তেজনার চরমে চেয়ার ভেঙে ছিলেন রেখা!

Published on:

Rekha,Om Puri,Intimate scene,Bollywood,Aastha In The Prison of Spring,Gossip,Bollywood Gossip,Entertainment,রেখা,ওম পুরী,ঘনিষ্ঠ দৃশ্য,সাহসী দৃশ্য,বলিউড,আস্থা ইন দ্য প্রিজন অফ স্প্রিং,গসিপ,বলিউড গসিপ,বিনোদন,Rekha Om Puri,Rekha Om Puri intimate scene,রেখা ওম পুরী,রেখা ওম পুরীর ঘনিষ্ঠ দৃশ্য,রেখা ওম পুরীর সাহসী দৃশ্য

Rekha lost control during Intimate Scene Shooting: বলিউডের (Bollywood) এভারগ্রিন অভিনেত্রী রেখা (Rekha)  এর সম্পর্কে নানান রকমের গসিপ শোনা যায়। বি টাউনের এই জনপ্রিয় নায়িকার কর্মজীবনই শুধু নয়, ব্যক্তিগত জীবনেও এমন অনেকে অজানা কাহিনী রয়েছে যা অবাক করে অনুরাগীদের। একবার যেমন শ্যুটিংয়ের সময় অন ক্যামেরা সহ অভিনেতার সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বলিউড।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির নায়িকা হওয়া সত্ত্বেও বেশ কিছু বি গ্রেড ছবিতে কাজ করেছেন রেখা। এমনই একটি সিনেমার নাম হল ‘আস্থাঃ ইন দ্য প্রিজন অফ স্প্রিং’ (Aastha: In The Prison Of Spring)। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবি। এই সিনেমারই একটি সাহসী দৃশ্য (Intimate Scene) নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল।

Rekha and Om Puri, Rekha bold scene, Aastha In The Prison Of Spring

‘আস্থাঃ ইন দ্য প্রিজন অফ স্প্রিং’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রেখা এবং ওম পুরী (Om Puri)। ছবিটি বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। তবে এই সিনেমায় রেখা এবং ওমের যৌন দৃশ্য নিয়ে আজও দর্শকমহলে চর্চা হয়। কারণ শোনা গিয়েছিল, শুধু অভিনয় নয়, বাস্তবেই নাকি সঙ্গমে লিপ্ত হয়েছিলেন দু’জনে!

বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রেখা এবং ওম পুরী। একটি দৃশ্যে চেয়ারের মধ্যে ঘনিষ্ঠ হওয়া কথা ছিল দুই তারকার। শোনা যায়, সেই দৃশ্য যাতে বাস্তব বলে মনে হয় সেই জন্য নাকি সত্যি সত্যি সঙ্গমে লিপ্ত হয়েছিলেন রেখা এবং ওম। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে সেদিন চেয়ার ভেঙে ফেলেছিলেন দু’জনে।

আরও পড়ুনঃ যৌবনকালে বোল্ড ফিগারে কাঁপিয়েছেন বলিউড! এখন এভাবে দিন কাটাচ্ছেন ‘আশিক বানায়া আপনে’ নায়িকা

Rekha and Om Puri, Rekha bold scene, Aastha In The Prison Of Spring

আরও পড়ুনঃ পাস্টিক সার্জারি নয়, গরম জল আর ওটস খেয়েই সুন্দরী! মেয়ে নাইসার সিক্রেট ফাঁস করলেন মা কাজল

বি গ্রেড এই সিনেমার কারণে রেখার কেরিয়ারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ সেই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও নায়িকা এমন ছবিতে অভিনয় করতেন না। এর ফলে অভিনেত্রীদের ইমেজ কলঙ্কিত হতে পারে বলে মনে করা হতো। তবে রেখা ছিলেন ব্যতিক্রম। বলিউডের প্রথম সারির নায়িকা হয়েও তিনি বি গ্রেড ছবি করতে রাজি হয়ে গিয়েছিলেন।

‘আস্থাঃ ইন দ্য প্রিজন অফ স্প্রিং’ ছবিটি ছিল ভিন্ন ধারার সিনেমা। ছবিটিতে একাধিক সাহসী দৃশ্য ছিল। বক্স অফিসে ফ্লপ করলেও মাত্রাতিরিক্ত সঙ্গম দৃশ্যের কারণে আজও সিনেমাটি নিয়ে দর্শকমহলে চর্চা হয়। এই সিনেমার পর বলিউডের দুই বর্ষীয়ান শিল্পীর ইমেজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥