• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে প্রতারণা! অক্ষয় কুমারের মুখোশ খুললেন রবিনা

Published on:

Ravina Tandon Akshay Kumar

নব্বইয়ের দশকে বলিউডের (Bollywood) অন্যতম সুপারহিট জুটি ছিলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবং অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Akshay Kumar & Raveena Tandon)। পর্দায় তাঁদের উষ্ণ রসায়ন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বৃষ্টির মধ্যে গায়ে লেপ্টে থাকা ভিজে শাড়িতে রবিনা আর শার্টের বোতাম খোলা অক্ষয় কুমারের ‘টিপ টিপ বরসা পানি’ গানে তুমুল নাচ আজও রীতিমতো ঝড় তোলে অসংখ্য নারী-পুরুষের হৃদয়ে।

তবে শুধু পর্দাতেই নয় সেসময় এই সুপারহিট জুটির প্রেম গড়িয়েছিল বাস্তবেও। একটা লম্বা সময় ধরে একে অপরের সাথে সম্পর্কেও ছিল জুটি। এমনকি সম্পর্ক গড়িয়েছিল বাগদান অবধিও। তাই বহুদিন সম্পর্কে থাকার পর ১৯৯৫ সালেই তাঁরা বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিয়ের মন্ডপ অবধি পৌঁছানোর আগেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। যদিও বর্তমানে অক্ষয় রবিনা দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে।

বলিউড,Bollywood,অক্ষয় কুমার,Akshay Kumar,রবিনা ট্যান্ডন,Raveena Tandon,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Breakup,বাগদান,Engagement,অজানা কথা,Unknown Fact

দুজনেই এখন সুখে সংসার করছেন। অক্ষয় রবিনার সম্পর্ক ভাঙার সঠিক কারণ জানা না গেলেও বি টাউনে জোর গুঞ্জন সেসময় ক্যাসনোভা অক্ষয় রবিনার সাথে সম্পর্কে থেকেও দুমদুম নতুন নতুন মেয়েদের প্রেমে পড়তেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে তিনি নিজের মুখেই জানিয়েছেন বাগদানের পর যখন অক্ষয় কুমারের সাথে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছিল তখন তিনি মন থেকে একেবারে ভেঙে পড়েছিলেন। সেসময় তাঁর হাতে নাকি কোনো কাজও ছিল না। তাই প্রতি রাতে ঘুম না আসায় গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন তিনি।

বলিউড,Bollywood,অক্ষয় কুমার,Akshay Kumar,রবিনা ট্যান্ডন,Raveena Tandon,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Breakup,বাগদান,Engagement,অজানা কথা,Unknown Fact

রেডিট সাইটে আপলোড করা হয়েছে, রবিনার ভিডিও। যেখানে সঞ্চালক তাঁর কাছে বিচ্ছেদের বিষয়ে জানতে চান। রবিনা জানান, যখন বাগদানের পরও সম্পর্ক ভেঙে যায় তাঁর কাছে কোনও কাজ ছিল না। সেই সময় রাতে ঘুম আসত না অভিনেত্রীর। তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন তিনি।অভিনেত্রীর নিজের কথায় ‘সেই সময় কোনও কাজ নেই। আমি বুঝতে পাচ্ছিলাম না আমি কোথায় যাচ্ছি। প্রতিরাতে আমি গাড়ি নিয়ে বেড়িয়ে যেতাম লং ড্রাইভে। তখন আমার গাড়িতে গান চলতো।’

বলিউড,Bollywood,অক্ষয় কুমার,Akshay Kumar,রবিনা ট্যান্ডন,Raveena Tandon,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Breakup,বাগদান,Engagement,অজানা কথা,Unknown Fact

এমনই এক বৃষ্টির রাতে অভিনেত্রী তাঁর চোখের সামনে এমন কিছু ঘটনা চাক্ষুষ করেন যা রাতারাতি দিশা বদলে দিয়েছিল তাঁর জীবনের। আসলে সেদিন গাড়িতে যেতে যেতেই একটি বস্তির দিকে চোখ পড়েছিল অভিনেত্রীর। তিনি দেখেন সেই বস্তির একটি বাড়িতে এক মাতাল তার স্ত্রীকে মারছিল এবং তাদের বাচ্চারা বাড়ির বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাঁদছিল। অন্যদিকে আর একটা ঝুপড়িতে এক মহিলা বৃষ্টির হাত থেকে তার ঘরকে রক্ষা করতে ত্রিপল টানাচ্ছিলেন।

এই দৃশ্য দেখে যেন মুহূর্তের মধ্যে চোখ খুলে গিয়েছিল অভিনেত্রীর। তখন তিনি নাকি নিজের মনেই নিজেকে প্রশ্ন করতে শুরু করেন ‘আমার জীবনে কম কী রয়েছে? আমি কাঁদছিই বা কেন? আমি অনেক কাজ করতেই সক্ষম। আমি চেষ্টা করলে পরবর্তী সময় ভালো কাজ করতেই পারি।’ ভিডিওটি তে দেখা যায় সাক্ষাৎকার শেষে কেঁদে ফেলেছেন রবিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥