Rani Mukherjee’s Miscarriage : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে হাতেগোনা যে ক’জন বাঙালি তারকা রাজত্ব করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন রানী মুখার্জি (Rani Mukerjee)। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হতো তাঁকে। প্রত্যেক পরিচালক তাঁকে নিজের সিনেমায় কাস্ট করতে চাইতেন। এখন অবশ্য সিনেদুনিয়া থেকে কিছুটা দূরত্ব তৈরি করে নিয়েছেন রানী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র (Mrs Chatterjee Vs Norway) পর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে।
অসীমা চিব্বার পরিচালিত এই সিনেমায় একজন মায়ের সংগ্রামের কাহিনী ফুটিয়ে তুলেছিলেন রানী। কীভাবে সন্তানদের ফিরে পাওয়ার জন্য একটা দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল একজন মা, সেটাই দেখানো হয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে। রানীর অভিনয় দেখে চোখে জল এসে গিয়েছিল দর্শকদের। তবে অনেকেই জানেন না, সেই সময় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছিল।
গর্ভাবস্থার ৫ মাসের মাথায় সন্তানকে হারান রানী
সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে রানী প্রথমবার নিজের মিসক্যারেজ (Miscarriage) নিজে মুখ খোলেন। অভিনেত্রী বলেন, ‘হয়তো প্রথমবার আমি এটা নিয়ে কথা বলছি। কারণ এখনকার সময় সব জিনিসই সিনেমা প্রচারের একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে’। অভিনেত্রীর সংযোজন, ‘কোভিড তখন সবে এসেছে, ২০২০ সালের শেষের দিকে আমি দ্বিতীয়বার গর্ভবতী হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গর্ভাবস্থার ৫ মাসের মাথায় আমি আমার সন্তানকে হারাই’।
সন্তান হারানোর ১০ দিনের মাথায় কাজ শুরু করে দেন রানী!
রানী জানান, সন্তান হারানোর ১০ দিনের মাথায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির অফার পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘নিখিল (আডবানী) আমায় গল্পটা শোনায়। আমি প্রায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এমনটা নয় যে সন্তান হারিয়েছিলাম বলে আমি সেই অনুভূতিটা অনুভব করতে পেরেছিলাম। তবে অনেকসময় এমন হয়, ব্যক্তিগত জীবনের সঙ্গে কোনও সিনেমা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যায়’।
রানীর প্রথম প্রেগন্যান্সিতেও জটিলতা দেখা দিয়েছিল
রানী এমন একজন অভিনেত্রী যিনি বরাবর নিজের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রেখেছেন। অনেকেই জানেন না, মেয়ে আদিরার জন্মের পরেও অনেক লড়াই করতে হয়েছিল তাঁকে। রানীর মেয়ে প্রি-ম্যাচিওর বেবি ছিল। দু’মাস আগেই জন্ম হয়েছিল আদিরার। সেই সময়টাও মা হিসেবে দাঁতে দাঁত চেপে লড়াই করতে গিয়েছিলেন বঙ্গ তনয়া।