• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অ্যাটম বোম তো ফেটে যাবে! দিওয়ালির আগে সারা শরীরে টুনি লাইট লাগিয়ে ট্রোলড রাখি, রইল ভিডিও

Published on:

Bollywood actress Rakhi Sawant wraps herself in light ahead of Diwali, watch video

বলিউড (Bollywood) অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এমন একজন ব্যক্তিত্ব যিনি মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন। কখনও নিজের কোনও বক্তব্যের কারণে, আবার কখনও নিজের কোনও কাজের কারণ, রাখিকে নিয়ে চর্চা লেগেই থাকে। এবার যেমন দিওয়ালির (Diwali) আগে নিজের লুকের কারণে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী।

সম্প্রতি নেটদুনিয়ায় রাখির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। জুলি, স্পাইডারম্যান সাজার পর এবার সারা গায়ে টুনি লাগিয়ে রাস্তায় নেমেছেন তিনি। মুম্বইয়ের রাস্তায় ‘বিগ বস’ প্রতিযোগীকে এভাবে দেখে নানান ধরণের মন্তব্যও করেছেন নেটিজেনরা।

Rakhi Sawant

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছে, কমলা রঙের একটি টপ এবং একটি ট্রাউজার পরে রয়েছেন রাখি। সেই সঙ্গেই অভিনেত্রী নিজের সারা শরীরে জড়িয়েছেন হলুদ রঙের টুনি লাইট।

এমন সেজে রাখি বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞেস করতে থাকেন তাঁকে দিওয়ালির কোন পটাকার মতো দেখতে লাগছে? সেই সময় পিছন থেকে সবাই বলে ওঠেন ‘আপনি তো অ্যাটম বোম’। একথা শোনা মাত্রই হেসে ওঠেন রাখি সাওয়ান্ত। তবে অভিনেত্রীর এই মজার ভিডিও দেখে নেটিজেনদের একাংশের ভালো লাগলেও, আর এক অংশ তাঁকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।

Rakhi Sawant wearing light

মুহূর্তের মধ্যে রাখির এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাখির এই ভিডিও দেখে কেউ তাঁকে নৌটঙ্কিবাজ বলেছেন, আবার কেউ তাঁকে ‘নমুনা’ও বলেছেন। কেউ কেউ আবার রাখির তুলনা উরফির সঙ্গে করে তাঁকে ‘উরফি জাভেদ পার্ট ২’ বলতেও দ্বিধা বোধ করেননি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, রাখি সাওয়ান্তের কাজের মতোই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের মধ্যে চর্চা লেগেই থাকে। এই মুহূর্তে যেমন ব্যবসায়ী প্রেমিক আদিলের সঙ্গে তাঁর প্রেম বেশ জমে উঠেছে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও ভাইরাল হতেও দেখা যায়। কয়েকদিন আগে রাখিকে তাঁর প্রেমিক হীরের হার উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, আদিল অভিনেত্রীকে দুবাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনে দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥